ফ্যাক্টচেক ডেস্ক
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আাসা পাহাড়ি ঢলের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে ছিল সিলেট অঞ্চল। সম্প্রতি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সংবাদমাধ্যমে আজ সোমবার (২৪ জুন) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সকালে জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে আবার বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হয়েছে।
সিলেটের এ বন্যার জন্য সোশ্যাল মিডিয়ায় ফারাক্কা বাঁধকে দায়ী করে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি বাঁধ উপচে পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বাঁধটিকে ফারাক্কা বাঁধ উল্লেখ করে দাবি করা হচ্ছে, এই বাঁধের কারণে সিলেটে বন্যার ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ২০২২ সালের বন্যাকেও হার মানাবে ২০২৪ সালের বন্যা।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘মায়ার দুনিয়া’ নামের এক অ্যাকাউন্টে ৫ দিন আগে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার (২৪ জুন) বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৭ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার, শেয়ার হয়েছে ৪ হাজার ২০০-এর বেশি। একই ভিডিও ফেসবুকেও রিল আকারে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সত্যম শর্মা’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ভিডিওটি ২০১৭ সালের ২৭ জুলাই পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে বাঁধটি সম্পর্কে বলা হয়েছে, এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধ। সত্যম শর্মা ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনাকারী নিজেই ভিডিওটি ধারণ করেন।
এই সূত্রে পরবর্তীতে খুঁজে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সরকারি ওয়েবসাইটে বাঁধটির একাধিক ছবি পাওয়া যায়। এসব ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ওয়েবসাইটটি থেকে জানা যায়, এটি ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপর অবস্থিত। এই নদীর কোনো অংশ বাংলাদেশে প্রবেশ করেনি। ফলে এই বাঁধের পানি ছাড়লে তাতে বাংলাদেশের সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। গুগল আর্থে খুঁজেও একই স্থানে বাঁধটির অবস্থানের চিত্র পাওয়া যায়। এ ছাড়া ফারাক্কা বাঁধের সঙ্গেও ভাইরাল বাঁধটির অমিল পাওয়া যায়।
অর্থাৎ ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত একটি বাঁধের ভিডিওকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে ফারাক্কা বাঁধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
সিলেটের বন্যার সঙ্গে কী ফারাক্কা বাঁধের সম্পর্ক আছে
ভারতের সরকারি ওয়েবসাইটের তথ্য মতে, ফারাক্কা বাঁধের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মাঝামাঝি স্থানে গঙ্গা নদীর ওপর। এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশের ওপর ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়েছে।
বিবিসি বাংলার ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর প্রবল বৃষ্টিপাতের কারণে ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেটের সব কটি খুলে দেয় ভারত। এতে রাজশাহীসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়। অপরদিকে সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি অঞ্চল।
অর্থাৎ ভৌগোলিকভাবে রাজশাহী বিভাগ সিলেটের চেয়ে ফারাক্কা বাঁধের কাছে অবস্থিত। ফলে ফারাক্কা বাঁধ খুলে দিলে আগে রাজশাহী অঞ্চল বন্যা কবলিত হওয়ার কথা স্বাভাবিকভাবে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে সম্প্রতি রাজশাহীতে বন্যা হওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আাসা পাহাড়ি ঢলের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে ছিল সিলেট অঞ্চল। সম্প্রতি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সংবাদমাধ্যমে আজ সোমবার (২৪ জুন) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সকালে জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে আবার বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হয়েছে।
সিলেটের এ বন্যার জন্য সোশ্যাল মিডিয়ায় ফারাক্কা বাঁধকে দায়ী করে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি বাঁধ উপচে পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বাঁধটিকে ফারাক্কা বাঁধ উল্লেখ করে দাবি করা হচ্ছে, এই বাঁধের কারণে সিলেটে বন্যার ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ২০২২ সালের বন্যাকেও হার মানাবে ২০২৪ সালের বন্যা।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘মায়ার দুনিয়া’ নামের এক অ্যাকাউন্টে ৫ দিন আগে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার (২৪ জুন) বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৭ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার, শেয়ার হয়েছে ৪ হাজার ২০০-এর বেশি। একই ভিডিও ফেসবুকেও রিল আকারে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সত্যম শর্মা’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ভিডিওটি ২০১৭ সালের ২৭ জুলাই পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে বাঁধটি সম্পর্কে বলা হয়েছে, এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধ। সত্যম শর্মা ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনাকারী নিজেই ভিডিওটি ধারণ করেন।
এই সূত্রে পরবর্তীতে খুঁজে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সরকারি ওয়েবসাইটে বাঁধটির একাধিক ছবি পাওয়া যায়। এসব ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ওয়েবসাইটটি থেকে জানা যায়, এটি ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপর অবস্থিত। এই নদীর কোনো অংশ বাংলাদেশে প্রবেশ করেনি। ফলে এই বাঁধের পানি ছাড়লে তাতে বাংলাদেশের সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। গুগল আর্থে খুঁজেও একই স্থানে বাঁধটির অবস্থানের চিত্র পাওয়া যায়। এ ছাড়া ফারাক্কা বাঁধের সঙ্গেও ভাইরাল বাঁধটির অমিল পাওয়া যায়।
অর্থাৎ ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত একটি বাঁধের ভিডিওকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে ফারাক্কা বাঁধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
সিলেটের বন্যার সঙ্গে কী ফারাক্কা বাঁধের সম্পর্ক আছে
ভারতের সরকারি ওয়েবসাইটের তথ্য মতে, ফারাক্কা বাঁধের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মাঝামাঝি স্থানে গঙ্গা নদীর ওপর। এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশের ওপর ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়েছে।
বিবিসি বাংলার ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর প্রবল বৃষ্টিপাতের কারণে ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেটের সব কটি খুলে দেয় ভারত। এতে রাজশাহীসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়। অপরদিকে সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি অঞ্চল।
অর্থাৎ ভৌগোলিকভাবে রাজশাহী বিভাগ সিলেটের চেয়ে ফারাক্কা বাঁধের কাছে অবস্থিত। ফলে ফারাক্কা বাঁধ খুলে দিলে আগে রাজশাহী অঞ্চল বন্যা কবলিত হওয়ার কথা স্বাভাবিকভাবে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে সম্প্রতি রাজশাহীতে বন্যা হওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৬ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে