ফ্যাক্টচেক ডেস্ক
বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পালিত হচ্ছে ৩০তম রোজা। ঈদ উদ্যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের একাধিক সংবাদমাধ্যমে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ।’ এসব সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে—ঢাকা পোস্ট, আরটিভি, কালবেলা, যুগান্তর, বাংলানিউজ২৪, বণিক বার্তা, দ্য ডেইলি ক্যাম্পাসসহ আরও কিছু অনলাইন নিউজ পোর্টাল।
আবার দেশের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে ৫৬টিতে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদ উদ্যাপন করা হচ্ছে শুধু বাংলাদেশ ছাড়া।
বৃহস্পতিবার কি শুধু বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে?
দাবিটির সত্যতা যাচাইয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজে বৃহস্পতিবার (১১ এপ্রিল) কোন কোন দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে, তা নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, একাধিক দেশ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশের মধ্যে অন্যতম ব্রুনাই। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ব্রুনাইয়ে বুধবারও রোজা পালন করা হয়। ফলে দেশটি বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
রয়া নিউজের এ তথ্যের বিষয়ে আরও নিশ্চিত হওয়া যায় ব্রুনাইয়ের সরকারি সম্প্রচার সংস্থা রেডিও টেলিভিশন ব্রুনাইয়ের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনেও বলা হয়, দেশটি আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
প্রসঙ্গত, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত একটি মালয় মুসলিম রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, দেশটির জনসংখ্যার শতকরা ৮২ জন মুসলিম।
অর্থাৎ, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বা বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে কেবল বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি সঠিক নয়।
দাবিটি যেভাবে ছড়াল
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি প্রথম প্রকাশিত হয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিবেদনে।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টা ৫৮ মিনিটে নিউজ পোর্টালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হকের একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হবে বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
ওই দিন রাত ১০টা ৩৬ মিনিটে দেওয়া পোস্টটিতে যুবাইর এহসান হক কোন মুসলিম দেশ কোন তারিখে ঈদ উদযাপন করছে—এ-সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন। যদিও পোস্টের কোথাও একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হওয়ার ব্যাপারে কোনো তথ্য ছিল না।
পরে ঢাকা পোস্টের এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অবশ্য নিউজ পোর্টালটি আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে প্রতিবেদনটি সংশোধন করে শিরোনাম দেয় ‘বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ঈদ উদযাপন করবে যে মুসলিম দেশ।’ প্রতিবেদনের বিস্তারিত অংশে বাংলাদেশের সঙ্গে আগামীকাল ব্রুনাইয়ের ঈদ উদ্যাপনের তথ্যটিও তুলে ধরা হয়েছে।
বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পালিত হচ্ছে ৩০তম রোজা। ঈদ উদ্যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের একাধিক সংবাদমাধ্যমে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ।’ এসব সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে—ঢাকা পোস্ট, আরটিভি, কালবেলা, যুগান্তর, বাংলানিউজ২৪, বণিক বার্তা, দ্য ডেইলি ক্যাম্পাসসহ আরও কিছু অনলাইন নিউজ পোর্টাল।
আবার দেশের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে ৫৬টিতে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদ উদ্যাপন করা হচ্ছে শুধু বাংলাদেশ ছাড়া।
বৃহস্পতিবার কি শুধু বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে?
দাবিটির সত্যতা যাচাইয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজে বৃহস্পতিবার (১১ এপ্রিল) কোন কোন দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে, তা নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, একাধিক দেশ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশের মধ্যে অন্যতম ব্রুনাই। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ব্রুনাইয়ে বুধবারও রোজা পালন করা হয়। ফলে দেশটি বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
রয়া নিউজের এ তথ্যের বিষয়ে আরও নিশ্চিত হওয়া যায় ব্রুনাইয়ের সরকারি সম্প্রচার সংস্থা রেডিও টেলিভিশন ব্রুনাইয়ের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনেও বলা হয়, দেশটি আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
প্রসঙ্গত, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত একটি মালয় মুসলিম রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, দেশটির জনসংখ্যার শতকরা ৮২ জন মুসলিম।
অর্থাৎ, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বা বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে কেবল বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি সঠিক নয়।
দাবিটি যেভাবে ছড়াল
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি প্রথম প্রকাশিত হয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিবেদনে।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টা ৫৮ মিনিটে নিউজ পোর্টালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হকের একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হবে বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
ওই দিন রাত ১০টা ৩৬ মিনিটে দেওয়া পোস্টটিতে যুবাইর এহসান হক কোন মুসলিম দেশ কোন তারিখে ঈদ উদযাপন করছে—এ-সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন। যদিও পোস্টের কোথাও একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হওয়ার ব্যাপারে কোনো তথ্য ছিল না।
পরে ঢাকা পোস্টের এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অবশ্য নিউজ পোর্টালটি আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে প্রতিবেদনটি সংশোধন করে শিরোনাম দেয় ‘বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ঈদ উদযাপন করবে যে মুসলিম দেশ।’ প্রতিবেদনের বিস্তারিত অংশে বাংলাদেশের সঙ্গে আগামীকাল ব্রুনাইয়ের ঈদ উদ্যাপনের তথ্যটিও তুলে ধরা হয়েছে।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১১ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে