ফ্যাক্টচেক ডেস্ক
কক্সবাজারের সুগন্ধা সৈকত এখন থেকে ‘বঙ্গবন্ধু বিচ’— এর সমজাতীয় কিছু শিরোনামে গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলো ফটোকার্ড আকারে সংবাদ মাধ্যমগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টেও প্রচার হতে দেখা গেছে। এসব ফটোকার্ড ও প্রতিবেদন সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাও নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করে নিজেদের মতামত জানাচ্ছেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, কক্সবাজারের দুই সমুদ্র সৈকতের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ করা হয়েছে। সুগন্ধার নাম ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী সৈকতের মাঝখানের খালি জায়গার ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়। প্রতিবেদনগুলোতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া সূত্রে চিঠিটি খুঁজে পাওয়া যায়। চিঠিটির প্রকাশকাল দেওয়া আছে সোমবার (১৯ ফেব্রুয়ারি)।
চিঠিটিতে লেখা আছে, ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচ এর মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
চিঠিটি সূত্রে জানা যায়, বিচের নামকরণের এই আবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।
এই চিঠি অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচ এর মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে।
চিঠির কোথাও নামকরণের চূড়ান্ত নির্দেশনার বিষয় না থাকলেও কোনো কোনো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গা ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়েছে।
পরে চিঠিটি সম্পর্কে জানতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের একটা সিদ্ধান্ত আছে, দেশের বিভিন্ন রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের বিষয়ে নামকরণের বিষয়ে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে কেউ কোনো স্থানের নাম মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের বিষয়ে কেউ আমাদের কাছে আবেদন করলে আমরা সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাই এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর তারা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের প্রতিবেদন পাঠায়। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।’
কক্সবাজারের বিচের নামকরণের বিষয়ে তিনি বলেন, ‘কক্সবাজার বিচের নামকরণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে, নাম পরিবর্তন করা হয়নি।’
একই প্রসঙ্গে জানতে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘কক্সবাজারের বিচের নাম পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাবনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছে। এটি এখনো চূড়ান্ত হয়নি।’
অর্থাৎ কক্সবাজারের দুই সমুদ্র সৈকতের নাম এখনো ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ করা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হলেও সেটি চূড়ান্ত হয়নি।
কক্সবাজারের সুগন্ধা সৈকত এখন থেকে ‘বঙ্গবন্ধু বিচ’— এর সমজাতীয় কিছু শিরোনামে গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলো ফটোকার্ড আকারে সংবাদ মাধ্যমগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টেও প্রচার হতে দেখা গেছে। এসব ফটোকার্ড ও প্রতিবেদন সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাও নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করে নিজেদের মতামত জানাচ্ছেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, কক্সবাজারের দুই সমুদ্র সৈকতের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ করা হয়েছে। সুগন্ধার নাম ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী সৈকতের মাঝখানের খালি জায়গার ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়। প্রতিবেদনগুলোতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া সূত্রে চিঠিটি খুঁজে পাওয়া যায়। চিঠিটির প্রকাশকাল দেওয়া আছে সোমবার (১৯ ফেব্রুয়ারি)।
চিঠিটিতে লেখা আছে, ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচ এর মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
চিঠিটি সূত্রে জানা যায়, বিচের নামকরণের এই আবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।
এই চিঠি অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচ এর মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে।
চিঠির কোথাও নামকরণের চূড়ান্ত নির্দেশনার বিষয় না থাকলেও কোনো কোনো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গা ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়েছে।
পরে চিঠিটি সম্পর্কে জানতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের একটা সিদ্ধান্ত আছে, দেশের বিভিন্ন রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের বিষয়ে নামকরণের বিষয়ে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে কেউ কোনো স্থানের নাম মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের বিষয়ে কেউ আমাদের কাছে আবেদন করলে আমরা সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাই এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর তারা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের প্রতিবেদন পাঠায়। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।’
কক্সবাজারের বিচের নামকরণের বিষয়ে তিনি বলেন, ‘কক্সবাজার বিচের নামকরণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে, নাম পরিবর্তন করা হয়নি।’
একই প্রসঙ্গে জানতে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘কক্সবাজারের বিচের নাম পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাবনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছে। এটি এখনো চূড়ান্ত হয়নি।’
অর্থাৎ কক্সবাজারের দুই সমুদ্র সৈকতের নাম এখনো ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ করা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হলেও সেটি চূড়ান্ত হয়নি।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে