ফ্যাক্টচেক ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। বারবার মাঠ থেকে ছিটকে গেছেন। সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপেও খেলেছেন চোট নিয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন তিনি। খেলেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ও দেশটিতে অনুষ্ঠিত সিরিজেও। তবে চলমান বিপিএল দিয়ে তাসকিন ফিরেছেন মাঠে।
এর মধ্যেই গত ৪ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের টেস্ট থেকে অবসরের ঘোষণার একটি তথ্য ভাইরাল হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ক্রিকেট এক্সডি নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ‘টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তাসকিন’। কমেন্টবক্সে পেজটি থেকে আরও বলা হয়, ‘ইনজুরির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
আরও বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজের পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন তাসকিন আহমেদ।
আসলেই কি তাসকিন আহমেদ টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুক পোস্টগুলোর সূত্রে ক্রিকেট বিষয়ক সংবাদ–ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে গত ৩ ফেব্রুয়ারি ‘টেস্ট ক্রিকেটে বিবেচনা না করার জন্য অনুরোধ তাসকিনের’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে উদ্ধৃত করে বলা হয়, তিনি গত শনিবার (৩ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে জানিয়েছেন, তাসকিন টেস্ট ক্রিকেট খেলতে চান না উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছেন। চলমান বিপিএল শেষে বিসিবি তাঁর সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত ৩ ফেব্রুয়ারি তাসকিনের বিষয়ে জালাল ইউনুসের সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারের একটি অডিও আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের হাতে এসেছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তাসকিন আহমেদের না খেলা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের কাঁধের একটা ইনজুরি তো আছেই। কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাঁকে যত দূর খেলানো যায়, সেভাবেই খেলছে। এ জন্য তাঁকে আগেও বিশ্রাম দেওয়া হয়েছে।’
তাসকিনের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘তাসকিন আমাদের একটি চিঠি দিয়েছে। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে (টি–টোয়েন্টি), সাদা বলের অন্যান্য ফরম্যাটের খেলা আছে। তাই তাসকিন চাচ্ছে, এই সিরিজে তাঁকে বিবেচনা না করলে ভালো হয়, যেহেতু সে ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে চায়। তাই প্রস্তুতি নেওয়ার জন্য এই সিরিজে সে লংগার ভার্সন খেলতে চাচ্ছে না।’
অর্থাৎ তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছে না। তাসকিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জালাল ইউনুস ওই দিন কোনো মন্তব্য করেননি।
এ ছাড়া তাসকিন আহমেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে টেস্ট থেকে তাঁর অবসর ঘোষণা নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সবশেষ গত ২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। পোস্টটি চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে।
সুতরাং, টেস্ট থেকে তাসকিন আহমেদের অবসর ঘোষণার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। বারবার মাঠ থেকে ছিটকে গেছেন। সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপেও খেলেছেন চোট নিয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন তিনি। খেলেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ও দেশটিতে অনুষ্ঠিত সিরিজেও। তবে চলমান বিপিএল দিয়ে তাসকিন ফিরেছেন মাঠে।
এর মধ্যেই গত ৪ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের টেস্ট থেকে অবসরের ঘোষণার একটি তথ্য ভাইরাল হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ক্রিকেট এক্সডি নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ‘টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তাসকিন’। কমেন্টবক্সে পেজটি থেকে আরও বলা হয়, ‘ইনজুরির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
আরও বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজের পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন তাসকিন আহমেদ।
আসলেই কি তাসকিন আহমেদ টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুক পোস্টগুলোর সূত্রে ক্রিকেট বিষয়ক সংবাদ–ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে গত ৩ ফেব্রুয়ারি ‘টেস্ট ক্রিকেটে বিবেচনা না করার জন্য অনুরোধ তাসকিনের’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে উদ্ধৃত করে বলা হয়, তিনি গত শনিবার (৩ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে জানিয়েছেন, তাসকিন টেস্ট ক্রিকেট খেলতে চান না উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছেন। চলমান বিপিএল শেষে বিসিবি তাঁর সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত ৩ ফেব্রুয়ারি তাসকিনের বিষয়ে জালাল ইউনুসের সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারের একটি অডিও আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের হাতে এসেছে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তাসকিন আহমেদের না খেলা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের কাঁধের একটা ইনজুরি তো আছেই। কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাঁকে যত দূর খেলানো যায়, সেভাবেই খেলছে। এ জন্য তাঁকে আগেও বিশ্রাম দেওয়া হয়েছে।’
তাসকিনের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘তাসকিন আমাদের একটি চিঠি দিয়েছে। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে (টি–টোয়েন্টি), সাদা বলের অন্যান্য ফরম্যাটের খেলা আছে। তাই তাসকিন চাচ্ছে, এই সিরিজে তাঁকে বিবেচনা না করলে ভালো হয়, যেহেতু সে ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে চায়। তাই প্রস্তুতি নেওয়ার জন্য এই সিরিজে সে লংগার ভার্সন খেলতে চাচ্ছে না।’
অর্থাৎ তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছে না। তাসকিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জালাল ইউনুস ওই দিন কোনো মন্তব্য করেননি।
এ ছাড়া তাসকিন আহমেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে টেস্ট থেকে তাঁর অবসর ঘোষণা নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সবশেষ গত ২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। পোস্টটি চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে।
সুতরাং, টেস্ট থেকে তাসকিন আহমেদের অবসর ঘোষণার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
২৯ মিনিট আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে