ফ্যাক্টচেক ডেস্ক
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শর্ট ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, রমজানের কারণে পরীক্ষা পেছানো হয়েছে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অন্তত দুটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ‘অবশেষে এসএসসি পরীক্ষা ২০২৪ পেছানো হবে। ফেব্রুয়ারিতে রোজা, তাই পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে।’ সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একটি ছবিসহ ভিডিওটি প্রচার করা হচ্ছে। এর মধ্যে ভাইরাল ভিডিওটি আজ রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে ৫০০ বার। ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজার।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে, রোজার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে এপ্রিলে নেওয়ার দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, গত বছরের ২১ ডিসেম্বর ওয়েবসাইটটিতে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। যা নিয়ে ওই সময় ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি’ শিরোনামে প্রতিবেদনও প্রকাশ করে আজকের পত্রিকা। এরপর এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
ওয়েবসাইটটিতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আজ রোববার (১৪ জানুয়ারি) আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি এসএসসি পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও অন্য সরঞ্জামাদি কেন্দ্রে সরবরাহ প্রসঙ্গে।
টিকটকের পোস্ট দুটিতে ২০২৪ সালের রমজান মাস ফেব্রুয়ারিতে শুরু হবে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়। আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে ১১ এপ্রিল, শুক্রবার। অবশ্য রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এ ছাড়া আরবি বছর হিসাব করা হয় চান্দ্রবর্ষের ভিত্তিতে, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৌরবর্ষের ভিত্তিতে। আরবি মাসের গণনা শুরু হয় সূর্য ডোবার পর থেকে। আরবি বর্ষ সাধারণত সৌর বর্ষের চেয়ে ১০ থেকে ১১ দিন কম হয়। সে হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিবছর রমজান মাস শুরু হয় আগের বছরের একই তারিখের ১০ থেকে ১১ দিন আগে। ২০২৩ সালে রমজান মাস শুরু হয় ২৩ মার্চ। হিসাব অনুযায়ী, চলতি ২০২৪ সালে রমজান মাস শুরু হওয়ার কথা মার্চের প্রথম দিকে। এ বছর ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শর্ট ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, রমজানের কারণে পরীক্ষা পেছানো হয়েছে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অন্তত দুটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ‘অবশেষে এসএসসি পরীক্ষা ২০২৪ পেছানো হবে। ফেব্রুয়ারিতে রোজা, তাই পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে।’ সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একটি ছবিসহ ভিডিওটি প্রচার করা হচ্ছে। এর মধ্যে ভাইরাল ভিডিওটি আজ রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে ৫০০ বার। ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজার।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে, রোজার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে এপ্রিলে নেওয়ার দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, গত বছরের ২১ ডিসেম্বর ওয়েবসাইটটিতে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। যা নিয়ে ওই সময় ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি’ শিরোনামে প্রতিবেদনও প্রকাশ করে আজকের পত্রিকা। এরপর এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
ওয়েবসাইটটিতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আজ রোববার (১৪ জানুয়ারি) আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি এসএসসি পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও অন্য সরঞ্জামাদি কেন্দ্রে সরবরাহ প্রসঙ্গে।
টিকটকের পোস্ট দুটিতে ২০২৪ সালের রমজান মাস ফেব্রুয়ারিতে শুরু হবে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়। আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে ১১ এপ্রিল, শুক্রবার। অবশ্য রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এ ছাড়া আরবি বছর হিসাব করা হয় চান্দ্রবর্ষের ভিত্তিতে, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৌরবর্ষের ভিত্তিতে। আরবি মাসের গণনা শুরু হয় সূর্য ডোবার পর থেকে। আরবি বর্ষ সাধারণত সৌর বর্ষের চেয়ে ১০ থেকে ১১ দিন কম হয়। সে হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিবছর রমজান মাস শুরু হয় আগের বছরের একই তারিখের ১০ থেকে ১১ দিন আগে। ২০২৩ সালে রমজান মাস শুরু হয় ২৩ মার্চ। হিসাব অনুযায়ী, চলতি ২০২৪ সালে রমজান মাস শুরু হওয়ার কথা মার্চের প্রথম দিকে। এ বছর ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে