ফ্যাক্টচেক ডেস্ক
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।
মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।
ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।
স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।
মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।
ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।
স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
৩ দিন আগেগোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫