ফ্যাক্টচেক ডেস্ক
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। ছোট থেকে শুরু করে বড়দের কাছে ঈদুল ফিতরের আনন্দ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ সালামি। এই সালামি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় জাতীয় দৈনিক প্রথম আলোর ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে!’ শিরোনাম ও লোগোযুক্ত একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
‘NUB Short Stories’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটি বেশি ভাইরাল হতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৪৯ মিনিটে পেজটি থেকে স্ক্রিনশটটি পোস্ট করা হয়। পোস্টটি একই দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১০০ এর কাছাকাছি শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ১ হাজারের কাছাকাছি।
প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। স্ক্রিনশটে কথিত প্রতিবেদনটি প্রকাশের তারিখ রয়েছে ১০ এপ্রিল, রাত ১০টা ০৫ মিনিট। পরে কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটিতে থাকা শিরোনামটি দিয়ে অনুসন্ধান করে প্রথম আলোয় গতকাল বুধবার (১০ এপ্রিল) এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
স্ক্রিনশটটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ব্যবহৃত ফন্টের পার্থক্যও দেখা যায়। পাশাপাশি শিরোনামে ‘অতঃপর’ বানানে বিসর্গের পরিবর্তে সেমিকোলন দিয়ে ‘অত:পর’ লিখতে দেখা গেছে।
এসব অসামঞ্জস্যতা প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে। পরে এর উৎস অনুসন্ধানে ফেসবুকে খুঁজে গতকাল বুধবার (১০ এপ্রিল) ‘Toji Islam’ নামের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটে ‘তোজিস্লাম’ নামে এক ব্যক্তির লেখা বলে দাবি করা হয়েছে। বাংলায় লেখা এই নামের সঙ্গে পেজটির ইংরেজি নামের মিল পাওয়া যায়।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, প্রথম আলো ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে’ শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ‘Toji Islam’ অ্যাকাউন্ট থেকেই প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটি তৈরি করা হয়ে থাকতে পারে, যা পরে ফেসবুকে ভাইরাল হয়।
তবে পরে একই গল্প এক যুগলের ছবি ব্যবহার করেও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। ওই যুগলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০২৩ সালের ২ নভেম্বর ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায়। ওই দিন ‘Mominadaily’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটি থেকে জানা যায়, ছবিটি তোলা হয়েছে পাকিস্তানের লাহোরে এবং ক্যাপশনে উর্দুতে লেখা হয়েছে ‘আপনি এমন মানুষের সঙ্গে জীবনে সাক্ষাৎ করতে চান।’
এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল গল্পটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। ছোট থেকে শুরু করে বড়দের কাছে ঈদুল ফিতরের আনন্দ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ সালামি। এই সালামি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় জাতীয় দৈনিক প্রথম আলোর ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে!’ শিরোনাম ও লোগোযুক্ত একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
‘NUB Short Stories’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটি বেশি ভাইরাল হতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৪৯ মিনিটে পেজটি থেকে স্ক্রিনশটটি পোস্ট করা হয়। পোস্টটি একই দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১০০ এর কাছাকাছি শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ১ হাজারের কাছাকাছি।
প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। স্ক্রিনশটে কথিত প্রতিবেদনটি প্রকাশের তারিখ রয়েছে ১০ এপ্রিল, রাত ১০টা ০৫ মিনিট। পরে কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটিতে থাকা শিরোনামটি দিয়ে অনুসন্ধান করে প্রথম আলোয় গতকাল বুধবার (১০ এপ্রিল) এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
স্ক্রিনশটটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ব্যবহৃত ফন্টের পার্থক্যও দেখা যায়। পাশাপাশি শিরোনামে ‘অতঃপর’ বানানে বিসর্গের পরিবর্তে সেমিকোলন দিয়ে ‘অত:পর’ লিখতে দেখা গেছে।
এসব অসামঞ্জস্যতা প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে। পরে এর উৎস অনুসন্ধানে ফেসবুকে খুঁজে গতকাল বুধবার (১০ এপ্রিল) ‘Toji Islam’ নামের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটে ‘তোজিস্লাম’ নামে এক ব্যক্তির লেখা বলে দাবি করা হয়েছে। বাংলায় লেখা এই নামের সঙ্গে পেজটির ইংরেজি নামের মিল পাওয়া যায়।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, প্রথম আলো ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে’ শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ‘Toji Islam’ অ্যাকাউন্ট থেকেই প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটি তৈরি করা হয়ে থাকতে পারে, যা পরে ফেসবুকে ভাইরাল হয়।
তবে পরে একই গল্প এক যুগলের ছবি ব্যবহার করেও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। ওই যুগলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০২৩ সালের ২ নভেম্বর ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায়। ওই দিন ‘Mominadaily’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটি থেকে জানা যায়, ছবিটি তোলা হয়েছে পাকিস্তানের লাহোরে এবং ক্যাপশনে উর্দুতে লেখা হয়েছে ‘আপনি এমন মানুষের সঙ্গে জীবনে সাক্ষাৎ করতে চান।’
এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল গল্পটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
২ দিন আগেগোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫