ফ্যাক্টচেক ডেস্ক
শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ফেসবুকে ১০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, টুপি ও শার্ট, প্যান্ট পরিহিত শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তি রাস্তায় দুই হাতে ইট নিয়ে কাউকে মারতে যাচ্ছেন। ভাইরাল ভিডিওটিতে এ ব্যক্তি শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করছেন দাবি করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘উনি কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র?’
‘মুহাম্মদ সালাউদ্দিন হোসাইন মিলন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩১ জুলাই এমন দাবিতে ভিডিও ফুটেজটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ১৭ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিও ফুটেজটি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪–এর। চ্যানেলটিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে ভিডিওটি লাইভ সম্প্রচার করা হয়েছিল।
এই তথ্যের সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিওটি পাওয়া যায়। গত ১৬ জুলাই লাইভটি প্রচার করা হয়। ৮ মিনিট ১৪ সেকেন্ডের লাইভ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে থাকা ব্যক্তিটি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন না।
ভিডিওটিতে দেখা যায়, সায়েন্সল্যাবের ফুটওভার ব্রিজ থেকে চ্যানেল ২৪–এর প্রতিবেদক ও ক্যামেরাপারসন শিক্ষার্থী–সরকার সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষটি লাইভ দেখাচ্ছিলেন। লাইভে প্রতিবেদক সংঘর্ষে কে কোনদিকে আছেন তা উল্লেখ করে ঘটনা বর্ণনা করছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে প্রতিবাদ সমাবেশ করছিলেন। তাঁদের এই সমাবেশে অতর্কিত হামলা হলে সংঘর্ষ শুরু হয়। অপরদিকে ঢাকা কলেজের দিক থেকে হেলমেট পরা লোকজন শিক্ষার্থীদের দিকে ইট–পাটকেল ছুড়ছিলেন। ভাইরাল ব্যক্তির অবস্থান ছিল শিক্ষার্থীদের বিপরীত দিকে, অর্থাৎ সরকার সমর্থকদের দিকে।
লাইভটির ১ মিনিট ৫৫ সেকেন্ড সময়কালে চ্যানেল ২৪–এর প্রতিবেদক ও ক্যামেরাপারসন লাইভ দিতে দিতে ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন। এই সময় ভাইরাল ব্যক্তিটি তাঁদের দিকে রেকর্ড না করতে হুমকি দেন এবং শিক্ষার্থীদের দিকে ক্যামেরা ঘোরাতে বলেন। এ সময় সাংবাদিক ও ভাইরাল ব্যক্তির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় পাশ থেকে কাউকে বলতে শোনা যায়, ‘আমরা সরকারি লোক।’
লাইভটির ৪ মিনিট ২২ সেকেন্ড কালে চ্যানেল ২৪–এর প্রতিবেদক বলেন, ‘আপনাদের জানিয়ে রাখি, একটু আগে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা, যে আমাদের ওপর চড়াও হয়েছিল এবং শারীরিকভাবে নিগ্রহের শিকারও হয়েছি। তারপরও আমরা নিরাপদ অবস্থানে থেকে সার্বিক অবস্থাটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি।’ এরপর তিনি শিক্ষার্থীদের দিকে চলে যান।
এই লাইভ বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, ভাইরাল ব্যক্তিটি শিক্ষার্থীদের পক্ষে থেকে ইট–পাটকেল ছুড়ছিলেন না। বরং ওই প্রতিবেদকের বর্ণনা অনুযায়ী, এই ব্যক্তি কোনো এক ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা।
শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ফেসবুকে ১০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, টুপি ও শার্ট, প্যান্ট পরিহিত শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তি রাস্তায় দুই হাতে ইট নিয়ে কাউকে মারতে যাচ্ছেন। ভাইরাল ভিডিওটিতে এ ব্যক্তি শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করছেন দাবি করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘উনি কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র?’
‘মুহাম্মদ সালাউদ্দিন হোসাইন মিলন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩১ জুলাই এমন দাবিতে ভিডিও ফুটেজটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ১৭ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিও ফুটেজটি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪–এর। চ্যানেলটিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে ভিডিওটি লাইভ সম্প্রচার করা হয়েছিল।
এই তথ্যের সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিওটি পাওয়া যায়। গত ১৬ জুলাই লাইভটি প্রচার করা হয়। ৮ মিনিট ১৪ সেকেন্ডের লাইভ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে থাকা ব্যক্তিটি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন না।
ভিডিওটিতে দেখা যায়, সায়েন্সল্যাবের ফুটওভার ব্রিজ থেকে চ্যানেল ২৪–এর প্রতিবেদক ও ক্যামেরাপারসন শিক্ষার্থী–সরকার সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষটি লাইভ দেখাচ্ছিলেন। লাইভে প্রতিবেদক সংঘর্ষে কে কোনদিকে আছেন তা উল্লেখ করে ঘটনা বর্ণনা করছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে প্রতিবাদ সমাবেশ করছিলেন। তাঁদের এই সমাবেশে অতর্কিত হামলা হলে সংঘর্ষ শুরু হয়। অপরদিকে ঢাকা কলেজের দিক থেকে হেলমেট পরা লোকজন শিক্ষার্থীদের দিকে ইট–পাটকেল ছুড়ছিলেন। ভাইরাল ব্যক্তির অবস্থান ছিল শিক্ষার্থীদের বিপরীত দিকে, অর্থাৎ সরকার সমর্থকদের দিকে।
লাইভটির ১ মিনিট ৫৫ সেকেন্ড সময়কালে চ্যানেল ২৪–এর প্রতিবেদক ও ক্যামেরাপারসন লাইভ দিতে দিতে ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন। এই সময় ভাইরাল ব্যক্তিটি তাঁদের দিকে রেকর্ড না করতে হুমকি দেন এবং শিক্ষার্থীদের দিকে ক্যামেরা ঘোরাতে বলেন। এ সময় সাংবাদিক ও ভাইরাল ব্যক্তির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় পাশ থেকে কাউকে বলতে শোনা যায়, ‘আমরা সরকারি লোক।’
লাইভটির ৪ মিনিট ২২ সেকেন্ড কালে চ্যানেল ২৪–এর প্রতিবেদক বলেন, ‘আপনাদের জানিয়ে রাখি, একটু আগে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা, যে আমাদের ওপর চড়াও হয়েছিল এবং শারীরিকভাবে নিগ্রহের শিকারও হয়েছি। তারপরও আমরা নিরাপদ অবস্থানে থেকে সার্বিক অবস্থাটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি।’ এরপর তিনি শিক্ষার্থীদের দিকে চলে যান।
এই লাইভ বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, ভাইরাল ব্যক্তিটি শিক্ষার্থীদের পক্ষে থেকে ইট–পাটকেল ছুড়ছিলেন না। বরং ওই প্রতিবেদকের বর্ণনা অনুযায়ী, এই ব্যক্তি কোনো এক ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১২ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে