ফ্যাক্টচেক ডেস্ক
দুটি চিতাবাঘ একটি হরিণের ঘাড়ে ও গলায় কামড় বসিয়েছে, পেছনেই আরেকটি চিতাবাঘ—সম্প্রতি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবির বর্ণনায় দাবি করা হচ্ছে, ‘চিতাবাঘগুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে। মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয়। অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারত। কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে। ছবিতে দেখা যাচ্ছে, চিতা বাঘগুলোর খাবারে পরিণত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন।’
ছবিটির গল্পে আরও দাবি করা হয়েছে, ‘এ ছবি শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে যান।’
‘শেখ নাদিরা পারভীন ইতি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি গত শুক্রবার (৭ জুন) পোস্ট করা হয়। ছবিটি আজ সোমবার (১০ জুন) রাত ১০টা পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি শেয়ার হয়েছে, কমেন্ট পড়েছে প্রায় ১ হাজার। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা মায়ের প্রতি নিজেদের ভালোবাসা প্রদর্শন করেছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে অ্যালিসন বুটিক নামের একটি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। এটি অ্যালিসন বুটিক নামে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ব্লগ। এই ব্লগে ‘Cheetah Kill’ নামে ছবিটি পোস্ট করেন অ্যালিসন বুটিক। ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বরে ছবিটি তোলা হয়। এটি নারাশা নামের এক মা চিতাবাঘ শাবকদের শিকার ধরার কৌশল শেখানোর ছবি। মা চিতাবাঘটি শিকারকে কীভাবে পরাজিত করতে হয় সেটিই শেখানোর চেষ্টা করছিল। মা চিতাটি শাবকদের বারবার শিখিয়ে দিলেও তারা ব্যর্থ হচ্ছিল।
অ্যালিসন বুটিক শিকারের দৃশ্যটির প্রতিটি ধাপ ক্যামেরাবন্দী করেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবিগুলোর সঙ্গে বুটিকের বর্ণনার কোনো মিল নেই।
পরে আরও খুঁজে অ্যালিসন বুটিকের ফেসবুক পেজে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ছবিটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে ছবিটি যুক্ত করে অ্যালিসন বুটিক লিখেছেন, ‘সম্পূর্ণ ভুয়া একটি গল্প জুড়ে দিয়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। আমাকে “অবসাদগ্রস্ত ফটোগ্রাফার” বানিয়ে দেওয়া হচ্ছে! আমাকে লিঙ্কডইনে এই ভুয়া গল্পের সঙ্গে ট্যাগও করা হচ্ছে। এটা তো আমার পেশার দফারফা করে দিচ্ছে!’
স্পষ্টত, সোশ্যাল মিডিয়ায় তিনটি চিতাবাঘের একটি হরিণ শিকারের ছবিটির সঙ্গে যে গল্প জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে, সেটি সম্পূর্ণ বানোয়াট।
দুটি চিতাবাঘ একটি হরিণের ঘাড়ে ও গলায় কামড় বসিয়েছে, পেছনেই আরেকটি চিতাবাঘ—সম্প্রতি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবির বর্ণনায় দাবি করা হচ্ছে, ‘চিতাবাঘগুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে। মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয়। অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারত। কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে। ছবিতে দেখা যাচ্ছে, চিতা বাঘগুলোর খাবারে পরিণত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন।’
ছবিটির গল্পে আরও দাবি করা হয়েছে, ‘এ ছবি শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে যান।’
‘শেখ নাদিরা পারভীন ইতি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি গত শুক্রবার (৭ জুন) পোস্ট করা হয়। ছবিটি আজ সোমবার (১০ জুন) রাত ১০টা পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি শেয়ার হয়েছে, কমেন্ট পড়েছে প্রায় ১ হাজার। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা মায়ের প্রতি নিজেদের ভালোবাসা প্রদর্শন করেছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে অ্যালিসন বুটিক নামের একটি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। এটি অ্যালিসন বুটিক নামে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ব্লগ। এই ব্লগে ‘Cheetah Kill’ নামে ছবিটি পোস্ট করেন অ্যালিসন বুটিক। ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বরে ছবিটি তোলা হয়। এটি নারাশা নামের এক মা চিতাবাঘ শাবকদের শিকার ধরার কৌশল শেখানোর ছবি। মা চিতাবাঘটি শিকারকে কীভাবে পরাজিত করতে হয় সেটিই শেখানোর চেষ্টা করছিল। মা চিতাটি শাবকদের বারবার শিখিয়ে দিলেও তারা ব্যর্থ হচ্ছিল।
অ্যালিসন বুটিক শিকারের দৃশ্যটির প্রতিটি ধাপ ক্যামেরাবন্দী করেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবিগুলোর সঙ্গে বুটিকের বর্ণনার কোনো মিল নেই।
পরে আরও খুঁজে অ্যালিসন বুটিকের ফেসবুক পেজে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ছবিটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে ছবিটি যুক্ত করে অ্যালিসন বুটিক লিখেছেন, ‘সম্পূর্ণ ভুয়া একটি গল্প জুড়ে দিয়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। আমাকে “অবসাদগ্রস্ত ফটোগ্রাফার” বানিয়ে দেওয়া হচ্ছে! আমাকে লিঙ্কডইনে এই ভুয়া গল্পের সঙ্গে ট্যাগও করা হচ্ছে। এটা তো আমার পেশার দফারফা করে দিচ্ছে!’
স্পষ্টত, সোশ্যাল মিডিয়ায় তিনটি চিতাবাঘের একটি হরিণ শিকারের ছবিটির সঙ্গে যে গল্প জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে, সেটি সম্পূর্ণ বানোয়াট।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
২ দিন আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
৩ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৩ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে