Ajker Patrika

গনসালেসের পা ধরার ভাইরাল ছবি নিয়ে বিজ্ঞাপন নাইকির নয়, এর উৎস কী

ফ্যাক্টচেক ডেস্ক
গনসালেসের পা ধরার ভাইরাল ছবি নিয়ে বিজ্ঞাপন নাইকির নয়, এর উৎস কী

লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দলগুলোর মধ্যে। যেমন গত ২৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও চিলি। খেলা তখন ৬০ মিনিট পেরিয়েছে; ম্যাচ গোলশূন্য সমতায়। আর্জেন্টাইন রাইট উইঙ্গার আনহেল দি মারিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নিকো গনসালেস ডান পাশ দিয়ে বল নিয়ে চিলির বক্সে ঢুকছিলেন। 

এসময় চিলি রাইটব্যাক ইসলা সামনের দিক থেকে এসে তাঁকে ট্যাকল করে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ইসলার ট্যাকলে মাটিতে পড়ে যান গনসালেস, মাটিতে পড়তে পড়তেই ইসলার পায়ে হাত দেন। এরপরও বল নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলেন, গনসালেস ইসলার গোড়ালি টেনে ধরেন। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ইসলাও। ইসলার বুটে ছিল নাইকির লোগো। এই ম্যাচে শেষ পর্যন্ত ১–০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। তবে গনসালেসের পা ধরার ছবিটিই হয়ে যায় ম্যাচের আইকনিক এক ছবি, যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

সম্প্রতি দাবি করা হচ্ছে, আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের আইকনিক এই ছবিই নাইকি তাদের বিলবোর্ড বিজ্ঞাপনে রূপান্তরিত করেছে! বিলবোর্ডের বিজ্ঞাপনটিতে লেখা, ‘সবাই এক জোড়া নাইকি চায়। তুমিও তোমারটি সংগ্রহ করে নাও’। 

দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। নাইকির সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট খুঁজে প্রতিষ্ঠানটির এমন কোনো বিজ্ঞাপন তৈরির ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ‘ডিজিটাল কোম্পানি (Digitallcompany)’ নামের একটি অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায়। গত শুক্রবার (২৮ জুন) অ্যাকাউন্টটিতে ছবিটি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে বলা হয়, সৃজনশীলতার কোনো সীমা নেই। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফটোশপের মাধ্যমে নাইকির জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন, যা পরে ভাইরাল হয়ে যায়। 

গনসালেসের পা ধরার ভাইরাল ছবিটি নিয়ে নাইকি বিলবোর্ড বিজ্ঞাপনটি ফটোশপ দিয়ে বানিয়েছেন একজন বিজ্ঞাপন নির্মাতা। ছবি: লিংকড ইন এই তথ্যের সূত্রে পরবর্তী অনুসন্ধানে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড ইনে জাইম মুনোজ নামের অ্যাকাউন্টে নাইকির কথিত বিজ্ঞাপনটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। জাইম মুনোজ পেশায় বিজ্ঞাপন নির্মাতা এবং শিল্প নির্দেশক। নাইকির কথিত বিজ্ঞাপন নিয়ে তিনি পোস্টে লেখেন, ‘কোপা আমেরিকার চিলি বনাম আর্জেন্টিনা ম্যাচ থেকে বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য একটি পোস্টকার্ড পাওয়া যায়। নাইকির জন্য আমি এমন একটি ছোট ধারণা শেয়ার করছি, যা ফটোশপে তৈরি।’

পরে ভাইরাল বিলবোর্ডটির উৎসের সন্ধানে ‘টেমপ্লেট মনস্টার’ নামের ওয়েবসাইটে নাইকির কথিত বিজ্ঞাপনটিতে ব্যবহৃত বিলবোর্ডের মূল ছবিটি পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির বর্ণনায় বলা হয়েছে, এটি বিলবোর্ডের একটি সৃজনশীল ডিজাইন। এতে নিজেদের লোগো, কোম্পানির বিবরণ ইত্যাদি যুক্ত করে যে কেউ ব্যবহার করতে পারেন। 

গনসালেসের পা ধরার ভাইরাল বিজ্ঞাপনের বিলবোর্ডের ছবিটি ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ফটোশপ দিয়ে তৈরি। ছবি: টেমপ্লেট মনস্টারসুতরাং এটি স্পষ্ট যে, কোপা আমেরিকার গ্রুপ পর্বের আর্জেন্টিনা– চিলির ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড় নিকো গনসালেসের চিলির খেলোয়াড় ইসলার পা ধরার ছবিটি নিয়ে বিলবোর্ড বানিয়ে বিজ্ঞাপন দেয়নি নাইকি। ভাইরাল ছবিটি একজন বিজ্ঞাপননির্মাতার তৈরি আইডিয়া মাত্র।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত