ফ্যাক্টচেক ডেস্ক
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা; বিশেষ করে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ইলিয়াস হোসেন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বেলা ৩টার দিকে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সূত্রে তথ্যটি প্রচার করা হয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধির পাঠানো খবরের সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। তবে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো পৌঁছাতে না পারায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মোট ৩৮টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪–এর সূত্রেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠানামা করার তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটিতে প্রায় পরবর্তী দুই ঘণ্টার ফ্লাইট আগমন ও নির্গমনের সময়সূচি রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়কে যানজটের কারণে অনেকে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এ কারণে বিমানের ঢাকা-দাম্মাম রুটের ৩টার ফ্লাইট ৩০ মিনিট বিলম্বে ছেড়েছে। এ ছাড়া বেলা ২টা ৫ মিনিটের ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইটটি সর্বশেষ সাড়ে ৩টার দিকেও ছেড়ে যায়নি। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সকালে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। সেসব সড়কের বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনতে এপিবিএন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহযোগিতা নেওয়া হচ্ছে। কাওলা সড়ক বর্তমানে খোলা রয়েছে। এই সড়ক দিয়ে বিমানবন্দরের যাত্রীরা আসা-যাওয়া করছেন।
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা; বিশেষ করে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ইলিয়াস হোসেন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বেলা ৩টার দিকে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সূত্রে তথ্যটি প্রচার করা হয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধির পাঠানো খবরের সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। তবে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো পৌঁছাতে না পারায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মোট ৩৮টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪–এর সূত্রেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠানামা করার তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটিতে প্রায় পরবর্তী দুই ঘণ্টার ফ্লাইট আগমন ও নির্গমনের সময়সূচি রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়কে যানজটের কারণে অনেকে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এ কারণে বিমানের ঢাকা-দাম্মাম রুটের ৩টার ফ্লাইট ৩০ মিনিট বিলম্বে ছেড়েছে। এ ছাড়া বেলা ২টা ৫ মিনিটের ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইটটি সর্বশেষ সাড়ে ৩টার দিকেও ছেড়ে যায়নি। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সকালে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। সেসব সড়কের বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনতে এপিবিএন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহযোগিতা নেওয়া হচ্ছে। কাওলা সড়ক বর্তমানে খোলা রয়েছে। এই সড়ক দিয়ে বিমানবন্দরের যাত্রীরা আসা-যাওয়া করছেন।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১৯ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে