ফ্যাক্টচেক ডেস্ক
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়। সবাই এত বেশি শেয়ার করেন যেন সারা বিশ্ব দেখতে পারে’। ছবিতে একজন নারীকে সুতা দিয়ে মুখ সেলাই করা অবস্থায় দেখা গেছে। তাঁর চোখ থেকে ঝরছিল অশ্রুর ফোঁটা।
গত ১৩ জানুয়ারি ‘ছাত্র আন্দোলন’ নামের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্টটি করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত ওই পোস্টে ১১২টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৩২ বার শেয়ার হয়েছে। পাশাপাশি এতে ১৭টি কমেন্ট পড়েছে। কমেন্টে কেউ কেউ ছবিটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য ভেবেও মন্তব্য করেছে। মো. মোনাফ শেখ (Md Monnaf Sheikh) অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ দ্রুত বিচার করুন এ সকল জুলুম নির্যাতনকারীদের।’
সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে শেয়ারিং ওয়েবসাইট ইমগুরে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর AsSeenOnStevie নামের অ্যাকাউন্টে প্রকাশিত হয়।
ছবিটির সঙ্গে আরও কিছু ছবি যুক্ত করা হয় এসব পোস্টে। সেসব ছবির ক্যাপশন থেকে জানা যায়, মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরুর সময় পোস্টদাতা অনলাইন দেখে চেষ্টা করতেন। পরে তিনি হ্যালোইনসহ বিভিন্ন আয়োজনে মেকআপের মাধ্যমে রূপধারণ করতেন। অর্থাৎ, এই ছবি সাজানো।
পরে গুগলে ‘AsSeenOnStevie’ সার্চ করলে একই ইউজারনেমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, যার নাম স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ। তিনি স্পেশাল ইফেক্টস মেকআপ আর্টিস্ট।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২০১৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত হয়।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি তার মেকআপ আর্ট। যদি কেউ স্পেশাল মেকআপ আর্ট লিখে গুগলে সার্চ করে, তাহলে তার এই ছবিটি প্রথমে আসবে বলে জানান।
সুতরাং, গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ নামের একজন মেকআপ আর্টিস্টের ছবি।
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়। সবাই এত বেশি শেয়ার করেন যেন সারা বিশ্ব দেখতে পারে’। ছবিতে একজন নারীকে সুতা দিয়ে মুখ সেলাই করা অবস্থায় দেখা গেছে। তাঁর চোখ থেকে ঝরছিল অশ্রুর ফোঁটা।
গত ১৩ জানুয়ারি ‘ছাত্র আন্দোলন’ নামের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্টটি করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত ওই পোস্টে ১১২টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৩২ বার শেয়ার হয়েছে। পাশাপাশি এতে ১৭টি কমেন্ট পড়েছে। কমেন্টে কেউ কেউ ছবিটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য ভেবেও মন্তব্য করেছে। মো. মোনাফ শেখ (Md Monnaf Sheikh) অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ দ্রুত বিচার করুন এ সকল জুলুম নির্যাতনকারীদের।’
সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে শেয়ারিং ওয়েবসাইট ইমগুরে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর AsSeenOnStevie নামের অ্যাকাউন্টে প্রকাশিত হয়।
ছবিটির সঙ্গে আরও কিছু ছবি যুক্ত করা হয় এসব পোস্টে। সেসব ছবির ক্যাপশন থেকে জানা যায়, মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরুর সময় পোস্টদাতা অনলাইন দেখে চেষ্টা করতেন। পরে তিনি হ্যালোইনসহ বিভিন্ন আয়োজনে মেকআপের মাধ্যমে রূপধারণ করতেন। অর্থাৎ, এই ছবি সাজানো।
পরে গুগলে ‘AsSeenOnStevie’ সার্চ করলে একই ইউজারনেমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, যার নাম স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ। তিনি স্পেশাল ইফেক্টস মেকআপ আর্টিস্ট।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২০১৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত হয়।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি তার মেকআপ আর্ট। যদি কেউ স্পেশাল মেকআপ আর্ট লিখে গুগলে সার্চ করে, তাহলে তার এই ছবিটি প্রথমে আসবে বলে জানান।
সুতরাং, গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ নামের একজন মেকআপ আর্টিস্টের ছবি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫