ফ্যাক্টচেক ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত অদ্ভুত এক ভবনের ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, ভবনটি এভাবেই ডিজাইন করা! ‘ঘর সাজানোর হরেক রকমের আইডিয়া Interior Design’ নামের ৫ লাখ সদস্যের একটি গ্রুপে ছবিটি এমন দাবিতেই গত ৯ জুলাই পোস্ট করা হয়েছে। পোস্টটির কমেন্টবক্সে মন্তব্য পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ভবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। ফ্রান্স প্রবাসী কয়েকজন আবার কমেন্ট করেছেন, এত দিন ফ্রান্সে থেকেও এমন ভবন তাঁরা দেখেননি।
ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘দ্য মাইন্ড সার্কেল’ নামের একটি ওয়েবসাইটে একই ধরনের আরও বেশ কিছু ছবি পাওয়া যায়। ছবির ভবনটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, প্যারিসের পঞ্চম জর্জ অ্যাভিনিউতে অবস্থিত এই ভবন ‘মেল্টিং বিল্ডিং’ নামেও পরিচিত। ঘটনা বেশ আগের। প্রকৃতপক্ষে এটি একটি ম্যুরাল। ম্যুরালটি এমনভাবে তৈরি করা হয় যাতে দৃষ্টিভ্রম তৈরি হয়। দেখে মনে হয় যেন, ভবনটি ঘন তরলের মতো গলে পড়ছে!
ম্যুরালটি পুরোনো একটি ভবন সংস্কারকাজের সময় বাইরের অস্থায়ী আবরণ হিসেবে ২০০৭ সালে তৈরি করা হয়। পিয়েরে দেলাভি নামে এক শিল্পী ভবনটির মূল কাঠামোর আদলে ম্যুরালটি তৈরি করেন এবং এটি পরে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বড় ক্যানভাসে ছাপা হয়। সংস্কারকাজের সময় ক্যানভাসটি ভবনের সম্মুখভাগে রাখা হয়, এতে পুরো ভবন আড়াল হয়ে যায়। পিয়েরে দেলাভি ছবিগুলো এমনভাবে তৈরি করেছিলেন যে, দেখে মনে হয় যেন এটিই ভবনের মূল আকৃতি!
ছবি ও ভিডিও হোস্টিং সার্ভিস ফ্লিকারের ওয়েবসাইটে ভবনটির আরেকটি ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ছবিটি ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি ‘ব্লু কেল্ট’ নামের একটি ফরাসি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বর্ণনায় বলা হয়, ফ্রান্সের প্যারিসে ৩৯ পঞ্চম জর্জ অ্যাভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটির সংস্কারকাজের সময় এমন ম্যুরালে ঢেকে দেওয়া হয়েছিল।
ফ্লিকারে উল্লিখিত পরিচয়ের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভবনটির মূল ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবির ভবনটির ছাদ, জানালা, রেলিংয়ের মিল পাওয়া যায়। এ ছাড়া ভবনটির সামনের রাস্তা, গাছ, পতাকার স্ট্যান্ড, আশপাশের ভবনগুলোরও মিল পাওয়া যায়। তবে এখানে ভবনটি স্বাভাবিক অন্যান্য ভবনের মতোই। ভাইরাল ছবির মতো ভবনটি গলে পড়ছে না!
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত অদ্ভুত এক ভবনের ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, ভবনটি এভাবেই ডিজাইন করা! ‘ঘর সাজানোর হরেক রকমের আইডিয়া Interior Design’ নামের ৫ লাখ সদস্যের একটি গ্রুপে ছবিটি এমন দাবিতেই গত ৯ জুলাই পোস্ট করা হয়েছে। পোস্টটির কমেন্টবক্সে মন্তব্য পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ভবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। ফ্রান্স প্রবাসী কয়েকজন আবার কমেন্ট করেছেন, এত দিন ফ্রান্সে থেকেও এমন ভবন তাঁরা দেখেননি।
ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘দ্য মাইন্ড সার্কেল’ নামের একটি ওয়েবসাইটে একই ধরনের আরও বেশ কিছু ছবি পাওয়া যায়। ছবির ভবনটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, প্যারিসের পঞ্চম জর্জ অ্যাভিনিউতে অবস্থিত এই ভবন ‘মেল্টিং বিল্ডিং’ নামেও পরিচিত। ঘটনা বেশ আগের। প্রকৃতপক্ষে এটি একটি ম্যুরাল। ম্যুরালটি এমনভাবে তৈরি করা হয় যাতে দৃষ্টিভ্রম তৈরি হয়। দেখে মনে হয় যেন, ভবনটি ঘন তরলের মতো গলে পড়ছে!
ম্যুরালটি পুরোনো একটি ভবন সংস্কারকাজের সময় বাইরের অস্থায়ী আবরণ হিসেবে ২০০৭ সালে তৈরি করা হয়। পিয়েরে দেলাভি নামে এক শিল্পী ভবনটির মূল কাঠামোর আদলে ম্যুরালটি তৈরি করেন এবং এটি পরে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বড় ক্যানভাসে ছাপা হয়। সংস্কারকাজের সময় ক্যানভাসটি ভবনের সম্মুখভাগে রাখা হয়, এতে পুরো ভবন আড়াল হয়ে যায়। পিয়েরে দেলাভি ছবিগুলো এমনভাবে তৈরি করেছিলেন যে, দেখে মনে হয় যেন এটিই ভবনের মূল আকৃতি!
ছবি ও ভিডিও হোস্টিং সার্ভিস ফ্লিকারের ওয়েবসাইটে ভবনটির আরেকটি ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ছবিটি ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি ‘ব্লু কেল্ট’ নামের একটি ফরাসি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বর্ণনায় বলা হয়, ফ্রান্সের প্যারিসে ৩৯ পঞ্চম জর্জ অ্যাভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটির সংস্কারকাজের সময় এমন ম্যুরালে ঢেকে দেওয়া হয়েছিল।
ফ্লিকারে উল্লিখিত পরিচয়ের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভবনটির মূল ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবির ভবনটির ছাদ, জানালা, রেলিংয়ের মিল পাওয়া যায়। এ ছাড়া ভবনটির সামনের রাস্তা, গাছ, পতাকার স্ট্যান্ড, আশপাশের ভবনগুলোরও মিল পাওয়া যায়। তবে এখানে ভবনটি স্বাভাবিক অন্যান্য ভবনের মতোই। ভাইরাল ছবির মতো ভবনটি গলে পড়ছে না!
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১৮ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৪ দিন আগে