ফ্যাক্টচেক ডেস্ক
ছোট বাচ্চাদের অনেক সময় মিষ্টিজাতীয় খাওয়া থেকে বিরত রাখতে বলা হয়, অতিরিক্ত মিষ্টি খেলে নাকি দাঁতে পোকা হবে! দাঁতের ক্ষয় হওয়ার কারণ হিসেবে দাঁতের পোকাকে দায়ী করা হয়। গ্রাম বা শহরে হাতুড়ে চিকিৎসক, কবিরাজ, বেদেদের দাঁতের পোকার চিকিৎসা করতেও দেখা যায়। এসব ক্ষেত্রে দাঁত থেকে পোকাও বের হতে দেখা যায়!
আসলেই কি দাঁতে পোকা হয়? আবার পোকা যদি না-ই হয়, তাহলে দাঁতের ক্ষয় হয় কেন? চিকিৎসা বিজ্ঞান কি বলে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাঁতের পোকার ধারণা শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই প্রচলিত। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনে ২০২১ সালের পয়লা মে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মানুষের মধ্যে দাঁতে পোকার যে ধারণা আছে, তার জন্ম বহু বছর আগে ৫ হাজার খ্রিষ্ট পূর্বাব্দে। ওই সময়ের সুমেরীয় সভ্যতার নিদর্শনে দাঁতের ক্ষয়ের কারণ হিসেবে দাঁতের পোকাকে তালিকাভুক্ত করা হয়েছে। খ্রিষ্টপূর্ব ১৫০০ সালে পাওয়া প্রাচীন চীনা লিপিতেও দাঁতের পোকার উল্লেখ পাওয়া যায়। রোমান সাম্রাজ্য এবং মধ্যযুগের মানুষেরাও দাঁতের পোকাকে বাস্তব মনে করেছে। সাধারণভাবে মনে করা হতো, এই দাঁতের পোকার কারণেই দাঁতের ক্ষয় ঘটতো এবং দাঁত পড়ে যেত। দাঁতের পোকা মাড়ি এবং মুখগহ্বরেও বসবাস করত বলে মনে করা হতো।
জার্মানির ওয়াজবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর দ্য হিস্ট্রি অব মেডিসিনের গবেষক ডব্লিউ ই গেরাবেকের গবেষণা থেকে জানা যায়, দাঁতের পোকার ধারণাটি শতাব্দী প্রাচীন। বিভিন্ন সভ্যতায় দাঁতের পোকার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন, ইংল্যান্ডের মানুষেরা মনে করতেন, দাঁতের পোকা দেখতে ঈল মাছের মতো। উত্তর জার্মানিতে মানুষ মনে করত দাঁতের পোকা লাল, নীল ও ধূসর বর্ণের হতে পারে। তবে ১৭ ও ১৮ শতকে ইউরোপে আলোকায়নের যুগে দাঁতে পোকা হওয়ার এসব তত্ত্বকে কুসংস্কার হিসেবে চিহ্নিত করেন চিকিৎসাবিজ্ঞানীরা।
দাঁতের পোকার ধারণা যদি কুসংস্কারই হয়, তাহলে দাঁতে ক্ষয় কেন হয়? এই প্রশ্নের উত্তরে হেলথ লাইন জানায়, দাঁতের ক্ষয় ঘটে মূলত দাঁতের প্লাকের কারণে। লালা, ব্যাকটেরিয়া, অ্যাসিড ও খাদ্য কণা নিয়ে গঠিত এই প্লাক দাঁতে লেগে থাকে। এটি দাঁতের ক্ষয় করে ভেতরে গর্ত তৈরি করে, একে ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটিও বলা হয়।
ক্যাভিটি সম্পর্কে যুক্তরাষ্ট্রের অলাভজনক অ্যাকাডেমিক মেডিকেল সেন্টার ক্লিভল্যান্ড ক্লিনিক জানায়, চিনি বা মিষ্টিজাতীয় খাদ্য মুখের ভেতরে একধরনের জীবাণুর সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের ওপরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে এবং পরে গর্তের সৃষ্টি করে। এ রোগের নাম ডেন্টাল ক্যারিজ। চিনিমিশ্রিত দুধ বা অন্যান্য মিষ্টিজাতীয় খাদ্য গ্রহণের পর দাঁতের গায়ে এনামেলের ওপর যে আবরণ সৃষ্টি হয়, তার নাম পেলিক্যাল। এই পেলিক্যালকেই বলা হয় ডেন্টাল প্ল্যাক বা দন্তমল। লাখ লাখ জীবাণুযুক্ত দন্তমলই ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগের প্রধান কারণ।
দাঁতের ক্ষয়রোগের লক্ষণগুলো কী কী
ক্লিভল্যান্ড ক্লিনিক দাঁতের ক্ষয়রোগের যেসব লক্ষণ উল্লেখ করেছে, তাঁর মধ্যে আছে—
মুখের দুর্গন্ধ
মাড়ি থেকে রক্তপাত বা মাড়ির রোগের অন্যান্য লক্ষণ
মুখ ফুলে যাওয়া
দাঁত ব্যথা বা মুখে ব্যথা
গরম বা ঠান্ডা খাবার বা পানীয়ের প্রতি দাঁতের সংবেদনশীলতা
ক্যাভিটি থেকে সুরক্ষায় করণীয়
হেলথ লাইন ক্যাভিটি থেকে সুরক্ষায় কয়েকটি পরামর্শ দিয়েছে। এর মধ্যে আছে—
দিনে দুবার দাঁত ব্রাশ করা
দাঁত ফ্লসিং করা
মাউথওয়াশ দিয়ে কুলকুচা করা
নিয়মিত দাঁত পরিষ্কার করা এবং চেকআপ করা
চিনিযুক্ত পানীয় সীমিত পর্যায়ে পান করা
নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে যাওয়া
সর্বোপরি, দাঁতের পোকার ধারণা একটি প্রাচীন মিথ। এটা প্রমাণিত যে দাঁতের ক্ষয় এবং ক্যাভিটির পেছনে দাঁতের পোকা কারণ নয়। আসল কারণ হল ব্যাকটেরিয়া ও অ্যাসিড, যা দাঁতে প্লাক তৈরি করে। প্রকৃতপক্ষে দাঁতের পোকার কোনো অস্তিত্বই নেই।
ছোট বাচ্চাদের অনেক সময় মিষ্টিজাতীয় খাওয়া থেকে বিরত রাখতে বলা হয়, অতিরিক্ত মিষ্টি খেলে নাকি দাঁতে পোকা হবে! দাঁতের ক্ষয় হওয়ার কারণ হিসেবে দাঁতের পোকাকে দায়ী করা হয়। গ্রাম বা শহরে হাতুড়ে চিকিৎসক, কবিরাজ, বেদেদের দাঁতের পোকার চিকিৎসা করতেও দেখা যায়। এসব ক্ষেত্রে দাঁত থেকে পোকাও বের হতে দেখা যায়!
আসলেই কি দাঁতে পোকা হয়? আবার পোকা যদি না-ই হয়, তাহলে দাঁতের ক্ষয় হয় কেন? চিকিৎসা বিজ্ঞান কি বলে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাঁতের পোকার ধারণা শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই প্রচলিত। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনে ২০২১ সালের পয়লা মে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মানুষের মধ্যে দাঁতে পোকার যে ধারণা আছে, তার জন্ম বহু বছর আগে ৫ হাজার খ্রিষ্ট পূর্বাব্দে। ওই সময়ের সুমেরীয় সভ্যতার নিদর্শনে দাঁতের ক্ষয়ের কারণ হিসেবে দাঁতের পোকাকে তালিকাভুক্ত করা হয়েছে। খ্রিষ্টপূর্ব ১৫০০ সালে পাওয়া প্রাচীন চীনা লিপিতেও দাঁতের পোকার উল্লেখ পাওয়া যায়। রোমান সাম্রাজ্য এবং মধ্যযুগের মানুষেরাও দাঁতের পোকাকে বাস্তব মনে করেছে। সাধারণভাবে মনে করা হতো, এই দাঁতের পোকার কারণেই দাঁতের ক্ষয় ঘটতো এবং দাঁত পড়ে যেত। দাঁতের পোকা মাড়ি এবং মুখগহ্বরেও বসবাস করত বলে মনে করা হতো।
জার্মানির ওয়াজবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর দ্য হিস্ট্রি অব মেডিসিনের গবেষক ডব্লিউ ই গেরাবেকের গবেষণা থেকে জানা যায়, দাঁতের পোকার ধারণাটি শতাব্দী প্রাচীন। বিভিন্ন সভ্যতায় দাঁতের পোকার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন, ইংল্যান্ডের মানুষেরা মনে করতেন, দাঁতের পোকা দেখতে ঈল মাছের মতো। উত্তর জার্মানিতে মানুষ মনে করত দাঁতের পোকা লাল, নীল ও ধূসর বর্ণের হতে পারে। তবে ১৭ ও ১৮ শতকে ইউরোপে আলোকায়নের যুগে দাঁতে পোকা হওয়ার এসব তত্ত্বকে কুসংস্কার হিসেবে চিহ্নিত করেন চিকিৎসাবিজ্ঞানীরা।
দাঁতের পোকার ধারণা যদি কুসংস্কারই হয়, তাহলে দাঁতে ক্ষয় কেন হয়? এই প্রশ্নের উত্তরে হেলথ লাইন জানায়, দাঁতের ক্ষয় ঘটে মূলত দাঁতের প্লাকের কারণে। লালা, ব্যাকটেরিয়া, অ্যাসিড ও খাদ্য কণা নিয়ে গঠিত এই প্লাক দাঁতে লেগে থাকে। এটি দাঁতের ক্ষয় করে ভেতরে গর্ত তৈরি করে, একে ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটিও বলা হয়।
ক্যাভিটি সম্পর্কে যুক্তরাষ্ট্রের অলাভজনক অ্যাকাডেমিক মেডিকেল সেন্টার ক্লিভল্যান্ড ক্লিনিক জানায়, চিনি বা মিষ্টিজাতীয় খাদ্য মুখের ভেতরে একধরনের জীবাণুর সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের ওপরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে এবং পরে গর্তের সৃষ্টি করে। এ রোগের নাম ডেন্টাল ক্যারিজ। চিনিমিশ্রিত দুধ বা অন্যান্য মিষ্টিজাতীয় খাদ্য গ্রহণের পর দাঁতের গায়ে এনামেলের ওপর যে আবরণ সৃষ্টি হয়, তার নাম পেলিক্যাল। এই পেলিক্যালকেই বলা হয় ডেন্টাল প্ল্যাক বা দন্তমল। লাখ লাখ জীবাণুযুক্ত দন্তমলই ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগের প্রধান কারণ।
দাঁতের ক্ষয়রোগের লক্ষণগুলো কী কী
ক্লিভল্যান্ড ক্লিনিক দাঁতের ক্ষয়রোগের যেসব লক্ষণ উল্লেখ করেছে, তাঁর মধ্যে আছে—
মুখের দুর্গন্ধ
মাড়ি থেকে রক্তপাত বা মাড়ির রোগের অন্যান্য লক্ষণ
মুখ ফুলে যাওয়া
দাঁত ব্যথা বা মুখে ব্যথা
গরম বা ঠান্ডা খাবার বা পানীয়ের প্রতি দাঁতের সংবেদনশীলতা
ক্যাভিটি থেকে সুরক্ষায় করণীয়
হেলথ লাইন ক্যাভিটি থেকে সুরক্ষায় কয়েকটি পরামর্শ দিয়েছে। এর মধ্যে আছে—
দিনে দুবার দাঁত ব্রাশ করা
দাঁত ফ্লসিং করা
মাউথওয়াশ দিয়ে কুলকুচা করা
নিয়মিত দাঁত পরিষ্কার করা এবং চেকআপ করা
চিনিযুক্ত পানীয় সীমিত পর্যায়ে পান করা
নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে যাওয়া
সর্বোপরি, দাঁতের পোকার ধারণা একটি প্রাচীন মিথ। এটা প্রমাণিত যে দাঁতের ক্ষয় এবং ক্যাভিটির পেছনে দাঁতের পোকা কারণ নয়। আসল কারণ হল ব্যাকটেরিয়া ও অ্যাসিড, যা দাঁতে প্লাক তৈরি করে। প্রকৃতপক্ষে দাঁতের পোকার কোনো অস্তিত্বই নেই।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
২ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৮ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
২ দিন আগে