Ajker Patrika

ফ্যাক্টচেক /পায়ের ওপর পা তুলে বসলে কি শিরা স্থায়ীভাবে ফুলে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২: ৪০
পায়ের ওপর পা তুলে বসলে কি পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়? ছবি: ফ্রিপিক
পায়ের ওপর পা তুলে বসলে কি পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়? ছবি: ফ্রিপিক

দীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

সার্চ করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসের ওয়েবসাইটে এ বিষয়ে এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসের (ইউএএমএস) ভাস্কুলার সার্জন ডা. মোহাম্মদ মুরসির এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়। ডা. মোহাম্মদ মুরসি বলেন, ‘পায়ের ওপর পা তুলে বসলে পায়ের শিরার কোনো সমস্যা হয় না। এ ধরনের সমস্যাকে বলে ভেরিকোজ ভেইন (ফুলে যাওয়া শিরা)। অর্থাৎ শিরা ফুলে গিয়ে দৃশ্যমান হওয়া। এটি সাধারণত রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে ঘটে।’

ডা. মোহাম্মদ মুরসি আরও বলেন, ‘পায়ের ওপর পা তুলে বসলে শিরা স্থায়ীভাবে ফুলে যায় না। ভেরিকোজ ভেইন সাধারণত শিরার ভেতরে নিজস্ব সমস্যার কারণে হয়। লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকলে শিরা স্থায়ীভাবে ফুলে যায় কি না—এমনটাও অনেকে প্রশ্ন করে থাকেন। তবে সত্য হলো, দাঁড়িয়ে থাকার বিষয়টিকে এই সমস্যার জন্য দায়ী করা যায় না।’

ডা. মুরসি বলেন, ‘শিরা স্থায়ীভাবে ফুলে যাওয়ার কারণ হিসেবে যদি কোনো কিছুকে দায়ী করা যায়, তাহলে সেটি হলো জিন। এই সমস্যার সঙ্গে বংশগতির সম্পর্ক রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে, কে শিরা স্থায়ীভাবে ফুলে যাওয়ার সমস্যায় আক্রান্ত হবে আর কে হবে না, সেটি নির্ধারণ করে জিন। এ ছাড়া অন্য কারণগুলোর মধ্যে আছে—স্থুলতা, লিঙ্গ, দীর্ঘ সময় অলস বসে বা শুয়ে থাকা, বয়স এবং গর্ভাবস্থা।’

এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশি একটি প্রতিবেদন থেকে জানা যায়, মানুষের মধ্যে একটি সাধারণ বিশ্বাস আছে যে, পায়ের ওপর পা তুলে বসলে ভেরিকোজ বা পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যেতে পারে। যেখানে পায়ের ত্বকের নিচে স্ফীত, নীল বা বেগুনি রঙের শিরা দেখা যায়। পায়েও ভাল্ব আছে। পায়ের ত্বকের নিচে শিরার এমন ফোলাভাব ভাল্বগুলো ক্ষতিগ্রস্ত হলে হয়ে থাকে। তবে পায়ের ওপর পা তুলে বসলে ভ্যারিকোজ ভেইন বা পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়— এটি একটি প্রচলিত ভুল ধারণা। এর সপক্ষে চিকিৎসাবিজ্ঞানে কোনো প্রমাণ নেই।

অস্ট্রেলিয়ার দ্য ভেইন ইনস্টিউটের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রচলিত ধারণাটি সত্য নয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, বসে থাকা বা পায়ের ওপর পা তুলে বসে থাকার কারণে যদি রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে শিরায় রক্তের চাপ বাড়ে, তাহলে শিরা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ভেরিকোজ ভেইন কখনো বাইরের চাপের কারণে হয় না। এটি সাধারণত কারও ত্রুটিপূর্ণ ভাল্ব বা দুর্বল বা পাতলা শিরার কারণে হয়ে থাকে। পায়ের ওপর পা তুলে বসলে সাময়িকভাবে শিরা ফুলে যেতে পারে, তবে তা স্থায়ী নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত