ফ্যাক্টচেক ডেস্ক
ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি ব্যস্ত রাস্তার ডান দিক থেকে একটি সাদা গাড়ি (জিপ) বাম দিকে মোড় নিচ্ছে। গাড়িটি রাস্তার মাঝখানে আসামাত্র দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল এতে আঘাত করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা মোটরসাইকেল ও গাড়ি থামিয়ে আগুনের কাছে যান। একজন আগুন থেকে দুজনকে টেনে বের করেন।
‘NN TV বাংলা’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘রাজধানীতে ভ’য়া’ব’হ দুর্ঘটনা সিসি ফুটেজ।’ (বানান অপরিবর্তিত)
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৯৪ হাজারবার দেখা হয়েছে এবং ২ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ২৭৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২ হাজার ১০০ বার।
এসব কমেন্টে কেউ কেউ ভিডিওটি অন্য দেশের উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। Md Shanto Cela নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বর্তমান রোডে চলাচল করা খুব বিপদজনক?? 1 আন্দোলন 2 বাইকার 3 অটোরিকশা এগুলো বর্তমান খুব বিপদজনক এদের আইনের আওতায় আনা হোক, আর এরা নিজেরাই একা মরে না সাথে আরো দুই চার জন নিয়ে মরে?? ভাই তোদের মারার ইচ্ছা হলে ফাঁকা যায়গায় গিয়ে একা মর কোনো মায়ের বুক খালি করিস না!’ (বানান অপরিবর্তিত)
Engr Abir লিখেছে, ‘দাদো, এ’ইডা বাংলাদেশ এ’ইডা দুবাই বা ইউরোপ না। ‘ (বানান অপরিবর্তিত)
Md Miya Hussain, চাঁদের আলোয় চাঁদের ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম টাইমস নাও-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর রাস্তা, সাদা গাড়ি, আগুন ও আশপাশের দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের রাস্তায় একটি গাড়ি ও দ্রুতগামী মোটরসাইকেলের দুর্ঘটনার দৃশ্য। দুর্ঘটনার এই ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। এ ছাড়া ভিডিওতে তারিখ উল্লেখ আছে, ২০২৪ সালের ১১ অক্টোবর এবং সময় রাত ১২টা ২৬ মিনিট।
দুর্ঘটনার স্থানের নাম ও ভিডিও প্রকাশের তারিখ উল্লেখ করে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের বাংলা সংস্করণের ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও ভিডিওটি যুক্ত রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, সোমনাথ সাহা (১৯) ও অলক তুম্বা (২০) নামের দুই যুবক ২০২৪ সালের ১০ অক্টোবর রাতে দিল্লি রোড হয়ে কল্যাণী ঠাকুর দেখতে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের হুগলির পোলবার রাজহাটের মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুজনই হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছির বাসিন্দা।
পোলবা পুলিশ সূত্রে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ আশপাশে টহল দিচ্ছিল। গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার আগের মুহূর্তে আরেকটি বাইক যেতে দেখা গেছে। তবে সেটির খোঁজ মেলেনি।
সুতরাং, ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১০ অক্টোবর রাতে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।
ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি ব্যস্ত রাস্তার ডান দিক থেকে একটি সাদা গাড়ি (জিপ) বাম দিকে মোড় নিচ্ছে। গাড়িটি রাস্তার মাঝখানে আসামাত্র দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল এতে আঘাত করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা মোটরসাইকেল ও গাড়ি থামিয়ে আগুনের কাছে যান। একজন আগুন থেকে দুজনকে টেনে বের করেন।
‘NN TV বাংলা’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘রাজধানীতে ভ’য়া’ব’হ দুর্ঘটনা সিসি ফুটেজ।’ (বানান অপরিবর্তিত)
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৯৪ হাজারবার দেখা হয়েছে এবং ২ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ২৭৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২ হাজার ১০০ বার।
এসব কমেন্টে কেউ কেউ ভিডিওটি অন্য দেশের উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। Md Shanto Cela নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বর্তমান রোডে চলাচল করা খুব বিপদজনক?? 1 আন্দোলন 2 বাইকার 3 অটোরিকশা এগুলো বর্তমান খুব বিপদজনক এদের আইনের আওতায় আনা হোক, আর এরা নিজেরাই একা মরে না সাথে আরো দুই চার জন নিয়ে মরে?? ভাই তোদের মারার ইচ্ছা হলে ফাঁকা যায়গায় গিয়ে একা মর কোনো মায়ের বুক খালি করিস না!’ (বানান অপরিবর্তিত)
Engr Abir লিখেছে, ‘দাদো, এ’ইডা বাংলাদেশ এ’ইডা দুবাই বা ইউরোপ না। ‘ (বানান অপরিবর্তিত)
Md Miya Hussain, চাঁদের আলোয় চাঁদের ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম টাইমস নাও-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর রাস্তা, সাদা গাড়ি, আগুন ও আশপাশের দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের রাস্তায় একটি গাড়ি ও দ্রুতগামী মোটরসাইকেলের দুর্ঘটনার দৃশ্য। দুর্ঘটনার এই ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। এ ছাড়া ভিডিওতে তারিখ উল্লেখ আছে, ২০২৪ সালের ১১ অক্টোবর এবং সময় রাত ১২টা ২৬ মিনিট।
দুর্ঘটনার স্থানের নাম ও ভিডিও প্রকাশের তারিখ উল্লেখ করে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের বাংলা সংস্করণের ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও ভিডিওটি যুক্ত রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, সোমনাথ সাহা (১৯) ও অলক তুম্বা (২০) নামের দুই যুবক ২০২৪ সালের ১০ অক্টোবর রাতে দিল্লি রোড হয়ে কল্যাণী ঠাকুর দেখতে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের হুগলির পোলবার রাজহাটের মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুজনই হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছির বাসিন্দা।
পোলবা পুলিশ সূত্রে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ আশপাশে টহল দিচ্ছিল। গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার আগের মুহূর্তে আরেকটি বাইক যেতে দেখা গেছে। তবে সেটির খোঁজ মেলেনি।
সুতরাং, ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১০ অক্টোবর রাতে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২৫ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫