ফ্যাক্টচেক ডেস্ক
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।
প্রবল বর্ষণের কারণে পানির স্রোতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ভেসে যাচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্লাবিত এলাকায় তীব্র স্রোত নিচু এলাকায় প্রবাহিত হচ্ছে। নিচু অংশে একটি বাস আটকা পড়েছে। কিছু মানুষ স্রোত অতিক্রম করে বাসের দিকে দৌড়ে যাচ্ছে। বাস থেকে অনেককে নামতে দেখা যায় এবং কয়েকজন অন্যদের নামতে সাহায্য করছে।
Sheikh Limon নামের ফেসবুক পেজ থেকে আজ শুক্রবার (৩০ মে) সকাল ৯টা ৩০ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘প্রবল বর্ষণের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে পানি স্রোতে পরিবহন ভাসিয়ে নিয়ে যাচ্ছে #বন্যা।’ (বানান অপরিবর্তিত)
আজ বিকেল পৌনে ৪টা পর্যন্ত ভিডিওটি ২৯ হাজারবার দেখা হয়েছে এবং ৭৬৫টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৪৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৭১ বার।
ঘটনাটি সত্য মনে করে কেউ কেউ কমেন্ট করেছেন। Abdul Baset নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘হে আল্লাহ আপনি বিপদ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আমিন।’ (বানান অপরিবর্তিত) Tazul Islam লিখেছে, ‘হে আল্লাহ তুমি সবাই কে হেফাজত করো।’ (বানান অপরিবর্তিত)
Dr-Rabbi Alam, Masum Billah Robin এবং Muhammad Shorifbkhan নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম Eleven Myanmar-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৬ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে পানির স্রোত, বাস, আশেপাশের পরিবেশের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ মে সকালে মিয়ানমারের মান্দালয় অঞ্চলের তাউংথা টাউনশিপে প্লাবিত সিন্তেওয়া খাল পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস স্রোতের তোড়ে ভেসে যায়। বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
থাইল্যান্ডভিত্তিক Nation Thailand নামের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গত ২৭ মে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্যে ওই ঘটনার স্থিরচিত্র পাওয়া যায়।
সুতরাং, পানির স্রোতে ঢাকা-সিলেট মহাসড়কের বাস ভেসে গেছে দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। গত ২৬ মে সকালে মিয়ানমারের মান্দালয় অঞ্চলের তাউংথা টাউনশিপে প্লাবিত সিন্তেওয়া খাল পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস স্রোতের তোড়ে ভেসে যাওয়ার দৃশ্য এটি।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।
প্রবল বর্ষণের কারণে পানির স্রোতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ভেসে যাচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্লাবিত এলাকায় তীব্র স্রোত নিচু এলাকায় প্রবাহিত হচ্ছে। নিচু অংশে একটি বাস আটকা পড়েছে। কিছু মানুষ স্রোত অতিক্রম করে বাসের দিকে দৌড়ে যাচ্ছে। বাস থেকে অনেককে নামতে দেখা যায় এবং কয়েকজন অন্যদের নামতে সাহায্য করছে।
Sheikh Limon নামের ফেসবুক পেজ থেকে আজ শুক্রবার (৩০ মে) সকাল ৯টা ৩০ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘প্রবল বর্ষণের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে পানি স্রোতে পরিবহন ভাসিয়ে নিয়ে যাচ্ছে #বন্যা।’ (বানান অপরিবর্তিত)
আজ বিকেল পৌনে ৪টা পর্যন্ত ভিডিওটি ২৯ হাজারবার দেখা হয়েছে এবং ৭৬৫টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৪৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৭১ বার।
ঘটনাটি সত্য মনে করে কেউ কেউ কমেন্ট করেছেন। Abdul Baset নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘হে আল্লাহ আপনি বিপদ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আমিন।’ (বানান অপরিবর্তিত) Tazul Islam লিখেছে, ‘হে আল্লাহ তুমি সবাই কে হেফাজত করো।’ (বানান অপরিবর্তিত)
Dr-Rabbi Alam, Masum Billah Robin এবং Muhammad Shorifbkhan নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম Eleven Myanmar-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৬ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে পানির স্রোত, বাস, আশেপাশের পরিবেশের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ মে সকালে মিয়ানমারের মান্দালয় অঞ্চলের তাউংথা টাউনশিপে প্লাবিত সিন্তেওয়া খাল পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস স্রোতের তোড়ে ভেসে যায়। বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
থাইল্যান্ডভিত্তিক Nation Thailand নামের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গত ২৭ মে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্যে ওই ঘটনার স্থিরচিত্র পাওয়া যায়।
সুতরাং, পানির স্রোতে ঢাকা-সিলেট মহাসড়কের বাস ভেসে গেছে দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। গত ২৬ মে সকালে মিয়ানমারের মান্দালয় অঞ্চলের তাউংথা টাউনশিপে প্লাবিত সিন্তেওয়া খাল পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস স্রোতের তোড়ে ভেসে যাওয়ার দৃশ্য এটি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২৫ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫