ফ্যাক্টচেক ডেস্ক
বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে একজনকে মারধর করা হচ্ছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা বুলডোজারে এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে আরেকজন বেল্ট সদৃশ বস্তু দিয়ে পেটাচ্ছেন।
‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টা ৩১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘মব বানিয়াছে ইউনুস। ওই খুনি কে এই ভাবে ঝুলিয়া পেটানো হবে। আপনার কি বলেন? দেশের আইন কেন নিজ হাতে তুলে নেবে?’ (বানান অপরিবর্তিত)
আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত ভিডিওটি ৯১ হাজারবার দেখা হয়েছে এবং ১ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৮৪টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭৭৩ বার।
এসব কমেন্টে ঘটনাটি বাংলাদেশের বলে বিশ্বাস করে অনেকে কমেন্ট করেছে। Makhan Monir Sheikh নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘বাংলাদেশে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, সেনাবাহিনী কি এসব চোখে দেখে না?’ (বানান অপরিবর্তিত) Suman Suman Sikder লিখেছে, ‘কি ভয়াবহ, কি নির্মম তীব্র নিন্দা জানাচ্ছি।’ (বানান অপরিবর্তিত)
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৫ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা বুলডোজার, উল্টো করে ঝোলানো ব্যক্তি, তাঁর পোশাক, মারধরকারী ও তাঁর পোশাকের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত এপ্রিলে ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ার জেলার রায়পুর থানা এলাকায় এক চাকরিদাতা তাঁর কর্মীকে বুলডজোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন। সম্প্রতি, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে গত ২৪ মে একই তথ্যে প্রকাশিত প্রতিবেদনে দৃশ্যটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত এপ্রিল রাজস্থানের বেওয়ার জেলায় এক ব্যক্তিকে বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধরের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ স্টেশনে গত ২৪ মে একটি এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় মাফিয়াদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বেওয়ার পুলিশ। বেওয়ার পুলিশ স্টেশনের এসপি শ্যাম সিংহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, গত ৮ এপ্রিল বেওয়ারের একটি সিমেন্ট কারখানায় চুরির অভিযোগ এনে একজনকে মারধর করা হয়। তবে ভুক্তভোগী ওই সময় পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। এই ঘটনায় তিনজন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।
সুতরাং, বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করার ভিডিওটির বাংলাদেশের কোনো ঘটনা নয়। গত এপ্রিলে ভারতের রাজস্থান রাজ্যে কারখানার কর্মচারীকে চুরির অভিযোগে পেটানোর দৃশ্য এটি।
বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে একজনকে মারধর করা হচ্ছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা বুলডোজারে এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে আরেকজন বেল্ট সদৃশ বস্তু দিয়ে পেটাচ্ছেন।
‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টা ৩১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘মব বানিয়াছে ইউনুস। ওই খুনি কে এই ভাবে ঝুলিয়া পেটানো হবে। আপনার কি বলেন? দেশের আইন কেন নিজ হাতে তুলে নেবে?’ (বানান অপরিবর্তিত)
আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত ভিডিওটি ৯১ হাজারবার দেখা হয়েছে এবং ১ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৮৪টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭৭৩ বার।
এসব কমেন্টে ঘটনাটি বাংলাদেশের বলে বিশ্বাস করে অনেকে কমেন্ট করেছে। Makhan Monir Sheikh নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘বাংলাদেশে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, সেনাবাহিনী কি এসব চোখে দেখে না?’ (বানান অপরিবর্তিত) Suman Suman Sikder লিখেছে, ‘কি ভয়াবহ, কি নির্মম তীব্র নিন্দা জানাচ্ছি।’ (বানান অপরিবর্তিত)
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৫ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা বুলডোজার, উল্টো করে ঝোলানো ব্যক্তি, তাঁর পোশাক, মারধরকারী ও তাঁর পোশাকের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত এপ্রিলে ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ার জেলার রায়পুর থানা এলাকায় এক চাকরিদাতা তাঁর কর্মীকে বুলডজোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন। সম্প্রতি, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে গত ২৪ মে একই তথ্যে প্রকাশিত প্রতিবেদনে দৃশ্যটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত এপ্রিল রাজস্থানের বেওয়ার জেলায় এক ব্যক্তিকে বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধরের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ স্টেশনে গত ২৪ মে একটি এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় মাফিয়াদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বেওয়ার পুলিশ। বেওয়ার পুলিশ স্টেশনের এসপি শ্যাম সিংহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, গত ৮ এপ্রিল বেওয়ারের একটি সিমেন্ট কারখানায় চুরির অভিযোগ এনে একজনকে মারধর করা হয়। তবে ভুক্তভোগী ওই সময় পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। এই ঘটনায় তিনজন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।
সুতরাং, বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করার ভিডিওটির বাংলাদেশের কোনো ঘটনা নয়। গত এপ্রিলে ভারতের রাজস্থান রাজ্যে কারখানার কর্মচারীকে চুরির অভিযোগে পেটানোর দৃশ্য এটি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২৩ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫