ফ্যাক্টচেক ডেস্ক
গত কয়েক ঘণ্টায় ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় এক ব্যক্তি শুয়ে আছেন। ওই ব্যক্তির পরনে কালো জ্যাকেট ও জিনস প্যান্ট। মাথার কাছে একটি ট্রলি।
ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে, যেখানে দাবি করা হচ্ছে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দুবাই বিমানবন্দরে তোলা ছবি এটি।
ফ্যাক্টচেক
গতকাল (১১ ডিসেম্বর) দুরবিন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে প্রচ্ছদ ছবি (থাম্বনেইল) হিসেবে এই ছবি ব্যবহার করা হয়।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিওতে ব্যবহার করা থাম্বলেইনটিই ফেসবুকে ভাইরাল হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে পদ্ধতিতে অনুসন্ধান করে জানা যায়, ছবিটি মুরাদ হাসানের নয়। ছবি কেনাবেচার ওয়েবসাইট শাটারস্টকে থাইল্যান্ডের ফটোগ্রাফার চানিয়ানুচ ওয়ানাসিনলাপিনের আইডিতে ছবিটি পাওয়া যায়।
ওই ওয়েবসাইটে ছবিটির একটি আইডি নম্বরও আছে—৬৯৫৭৩৩০২৯। ফ্লাইট দেরি হওয়ার কারণে যাত্রীর অবস্থার বর্ণনা করার ‘কনসেপ্ট’ হিসেবে ছবিটি তোলা হয়। অর্থাৎ, এটি পরিকল্পিত ফটোগ্রাফি।
শাটারস্টকে ওই ছবি বেশ আগে আপলোড করা হয়। ফলে এটি সাম্প্রতিক কোনো ছবি নয়, মুরাদ হাসানের তো নয়ই।
মুরাদ হাসান সম্প্রতি দেশ ছাড়লে তাঁর অন্য আরেকটি ছবি ভাইরাল হয়। সেটিও পুরোনো ছবি। আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগে প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সম্প্রতি বিতর্কের মুখে পদত্যাগ করা মুরাদ হাসানকে নিয়ে জনমনে প্রবল আগ্রহ থাকলেও পুরোনো বা ভিন্ন বিষয়ের ছবি প্রচার করে তাঁর অবস্থা বর্ণনা করা একরকমের সাইবার অপরাধ।
সিদ্ধান্ত
দুবাই বিমানবন্দরে মুরাদ হাসান শুয়ে আছেন, ফেসবুকে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি তাঁর ছবি নয়। এটি একজন থাই ফটোগ্রাফারের তোলা পুরোনো ছবি।
গত কয়েক ঘণ্টায় ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় এক ব্যক্তি শুয়ে আছেন। ওই ব্যক্তির পরনে কালো জ্যাকেট ও জিনস প্যান্ট। মাথার কাছে একটি ট্রলি।
ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে, যেখানে দাবি করা হচ্ছে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দুবাই বিমানবন্দরে তোলা ছবি এটি।
ফ্যাক্টচেক
গতকাল (১১ ডিসেম্বর) দুরবিন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে প্রচ্ছদ ছবি (থাম্বনেইল) হিসেবে এই ছবি ব্যবহার করা হয়।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিওতে ব্যবহার করা থাম্বলেইনটিই ফেসবুকে ভাইরাল হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে পদ্ধতিতে অনুসন্ধান করে জানা যায়, ছবিটি মুরাদ হাসানের নয়। ছবি কেনাবেচার ওয়েবসাইট শাটারস্টকে থাইল্যান্ডের ফটোগ্রাফার চানিয়ানুচ ওয়ানাসিনলাপিনের আইডিতে ছবিটি পাওয়া যায়।
ওই ওয়েবসাইটে ছবিটির একটি আইডি নম্বরও আছে—৬৯৫৭৩৩০২৯। ফ্লাইট দেরি হওয়ার কারণে যাত্রীর অবস্থার বর্ণনা করার ‘কনসেপ্ট’ হিসেবে ছবিটি তোলা হয়। অর্থাৎ, এটি পরিকল্পিত ফটোগ্রাফি।
শাটারস্টকে ওই ছবি বেশ আগে আপলোড করা হয়। ফলে এটি সাম্প্রতিক কোনো ছবি নয়, মুরাদ হাসানের তো নয়ই।
মুরাদ হাসান সম্প্রতি দেশ ছাড়লে তাঁর অন্য আরেকটি ছবি ভাইরাল হয়। সেটিও পুরোনো ছবি। আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগে প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সম্প্রতি বিতর্কের মুখে পদত্যাগ করা মুরাদ হাসানকে নিয়ে জনমনে প্রবল আগ্রহ থাকলেও পুরোনো বা ভিন্ন বিষয়ের ছবি প্রচার করে তাঁর অবস্থা বর্ণনা করা একরকমের সাইবার অপরাধ।
সিদ্ধান্ত
দুবাই বিমানবন্দরে মুরাদ হাসান শুয়ে আছেন, ফেসবুকে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি তাঁর ছবি নয়। এটি একজন থাই ফটোগ্রাফারের তোলা পুরোনো ছবি।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫