ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫