ফ্যাক্টচেক ডেস্ক
ভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই ফ্লাইট ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, আজ বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে ব্যাপক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এর মধ্যে ২৩০ জন যাত্রী, দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। তাঁদের মধ্যে একজন ছাড়া সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার আগে এক ব্যক্তি ফেসবুকে লাইভ ভিডিও করেছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। সেটি একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন যুবক উড়োজাহাজে ভ্রমণের সময় বাইরের ও ভেতরের দৃশ্য ভিডিও করছেন। ভিডিওর ১৬ সেকেন্ড থেকে উড়োজাহাজের যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছে। শেষদিকে লালচে আগুনের কুণ্ডলী দেখা যায়।
‘Honest Cricket Lover’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে আজ বৃহস্পতিবার (১২ জুন) বেলা ৩টা ৩০ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ইংরেজিতে এর ক্যাপশনে লেখা, ‘গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার আগে ফেসবুকে লাইভ ভিডিও।’ (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)
আজ বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত ভিডিওটি ৩ লাখ বারের অধিক দেখা হয়েছে এবং ৬১৬ রিঅ্যাকশন পড়েছে। এতে ২৯৩টি কমেন্ট পড়েছে এবং রিপোস্ট (শেয়ার) হয়েছে ২০৩ বার।
Manisankar Murugesan TVK, Rishi Dhiman ও TodayTold নামের এক্স অ্যাকাউন্টে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে একটি ভিডিও পাওয়া যায়। সেটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৩ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তি, তাঁর পোশাক, উড়োজাহাজের ভেতর ও বাইরের দৃশ্যের মিল আছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন নগরী পোখরায় ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ নামের উড়োজাহাজ যাওয়ার সময় বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে ৭২ জন যাত্রীসহ বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৬৮ জন নিহত হন। এই দুর্ঘটনার সময় উড়োজাজের ভেতরে এক যুবক ফেসবুক লাইভে ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ফেসবুক লাইভে থাকা যুবকের পরিচয় নিশ্চিত করে জানায়, তাঁর নাম সোনু জয়সওয়াল (২৯)। তিনি বন্ধুদের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে নেপালের পোখরা যাচ্ছিলেন।
ওই উড়োজাহাজে ৭২ জন যাত্রীর মধ্যে ৫৭ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন দক্ষিণ কোরিয়ান এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একজন করে যাত্রী ছিলেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, উড়োজাহাজ দুর্ঘটনার আগে এক ব্যক্তি ফেসবুকে লাইভ ভিডিও করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ১৫ জানুয়ারির ঘটনা। ওই দিন নেপালের কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পথে একটি উড়োজাহাজ অবতরণের আগে ৭২ জন যাত্রীসহ বিধ্বস্ত হয়। এর আগমুহূর্তে এক যুবক ফেসবুক লাইভে ছিলেন। সেই ঘটনারই দৃশ্য এটি।
ভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই ফ্লাইট ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, আজ বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে ব্যাপক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এর মধ্যে ২৩০ জন যাত্রী, দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। তাঁদের মধ্যে একজন ছাড়া সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার আগে এক ব্যক্তি ফেসবুকে লাইভ ভিডিও করেছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। সেটি একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন যুবক উড়োজাহাজে ভ্রমণের সময় বাইরের ও ভেতরের দৃশ্য ভিডিও করছেন। ভিডিওর ১৬ সেকেন্ড থেকে উড়োজাহাজের যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছে। শেষদিকে লালচে আগুনের কুণ্ডলী দেখা যায়।
‘Honest Cricket Lover’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে আজ বৃহস্পতিবার (১২ জুন) বেলা ৩টা ৩০ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ইংরেজিতে এর ক্যাপশনে লেখা, ‘গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার আগে ফেসবুকে লাইভ ভিডিও।’ (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)
আজ বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত ভিডিওটি ৩ লাখ বারের অধিক দেখা হয়েছে এবং ৬১৬ রিঅ্যাকশন পড়েছে। এতে ২৯৩টি কমেন্ট পড়েছে এবং রিপোস্ট (শেয়ার) হয়েছে ২০৩ বার।
Manisankar Murugesan TVK, Rishi Dhiman ও TodayTold নামের এক্স অ্যাকাউন্টে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে একটি ভিডিও পাওয়া যায়। সেটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৩ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তি, তাঁর পোশাক, উড়োজাহাজের ভেতর ও বাইরের দৃশ্যের মিল আছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন নগরী পোখরায় ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ নামের উড়োজাহাজ যাওয়ার সময় বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে ৭২ জন যাত্রীসহ বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৬৮ জন নিহত হন। এই দুর্ঘটনার সময় উড়োজাজের ভেতরে এক যুবক ফেসবুক লাইভে ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ফেসবুক লাইভে থাকা যুবকের পরিচয় নিশ্চিত করে জানায়, তাঁর নাম সোনু জয়সওয়াল (২৯)। তিনি বন্ধুদের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে নেপালের পোখরা যাচ্ছিলেন।
ওই উড়োজাহাজে ৭২ জন যাত্রীর মধ্যে ৫৭ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন দক্ষিণ কোরিয়ান এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একজন করে যাত্রী ছিলেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, উড়োজাহাজ দুর্ঘটনার আগে এক ব্যক্তি ফেসবুকে লাইভ ভিডিও করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ১৫ জানুয়ারির ঘটনা। ওই দিন নেপালের কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পথে একটি উড়োজাহাজ অবতরণের আগে ৭২ জন যাত্রীসহ বিধ্বস্ত হয়। এর আগমুহূর্তে এক যুবক ফেসবুক লাইভে ছিলেন। সেই ঘটনারই দৃশ্য এটি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫