ফ্যাক্টচেক ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশজুড়েই আন্দোলনে সমালোচনা ও হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী; ঘটেছে প্রাণহানির ঘটনা। এমন প্রেক্ষিতে ‘আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর গুলি চালাতে রাজি না হয়ে চাকরি থেকে এক পুলিশ সদস্য অব্যাহতি নিয়েছেন’— এই দাবিতে মুহাম্মদ সুহিন নামের পুলিশ সদস্যের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘বিএনপি সিলেট’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল শনিবার (১০ আগস্ট) ওই পুলিশ সদস্যের ছবি শেয়ার করে দাবি করা হয়, ‘পুলিশ ভাইটি ছাত্র-ছাত্রীর বুকে গুলি চালাতে না গিয়ে চাকরি থেকে অব্যাহতি নিলেন সেই ভাইটির চাকরি সম্মানের সহিত পদোন্নতি দিয়ে ফিরিয়ে দেওয়া হোক। নয়তো মানবতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। ভুলে গেলে চলবে না উনি সত্যিকারের জনগণের বন্ধু। আসুন সবাই আওয়াজ তুলি ভাইটির চাকরি ফেরত পেতে।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, এই পুলিশ সদস্য চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে তোফায়েল আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ জুলাই একটি পোস্ট পাওয়া যায়।
এই পুলিশ সদস্যের ছবি শেয়ার করে পোস্টে লেখা হয়, ‘পুলিশের চাকরি থেকে অব্যাহতি নিল আমাদের দিরাইয়ের (সুনামগঞ্জ) মায়ার ছোট ভাই মুহাম্মদ সুহিন (Muhammod suhin)। তোমার আগামী দিনগুলো ভালো কাটুক এই দোয়া করি।’ পোস্টটিতে মুহাম্মদ সুহিন (Muhammod suhin) নামে একজনকে ট্যাগও করা হয়। পোস্টটির কমেন্টবক্সে রাজ সর্দার শিহাব নামে একজন কমেন্ট করে লেখেন, ‘ভাই জব ছাড়ছে ৮ মাস আগে, এখন ফেসবুকে পোস্ট কেন?’ এই কমেন্টের উত্তরে মুহাম্মদ সুহিন লেখেন, ‘তো? এখন জানালে সমস্যা কী?’ রাজ সর্দার লেখেন, ‘সমস্যা কিছু না, বাট মানুষ তো তোমাকে নিয়ে নানা রকমের পোস্ট করতেছে।’ সুহিন লেখেন, ‘এটা তারার (তাঁদের) বিষয়।’
একই পোস্টের কমেন্টবক্সে ইঞ্জিনিয়ার জানে আলম নামে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুহিনের চাকরি ছাড়া সম্পর্কে মন্তব্য করা হয়েছে, ‘দিরাইয়ের ছেলে সুহিন পুলিশের চাকরি ছেড়েছেন ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর। আর এখন সেটা প্রচার করা হচ্ছে আন্দোলনে সমর্থন জানিয়ে চাকরি ছেড়েছেন মর্মে— এটি সঠিক নয়। সবাই গুজব পরিহার করুন।’
এই কথোপকথন থেকে ধারণা করা যায়, মুহাম্মদ সুহিন নামের এই পুলিশ সদস্যের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
পরে মুহাম্মদ সুহিনের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে গত ৩০ জুলাইয়ে পুলিশের চাকরি ছাড়া নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি লেখেন, ‘পুলিশের চাকরি ছাড়ার সিদ্ধান্তটা এতটাও সহজ ছিল না। সর্বোপরি, আমি বিশ্বাস রাখি মহান সৃষ্টিকর্তার ওপর, যিনি আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ পোস্টে তিনি চাকরি ছাড়ার তারিখ উল্লেখ করেন, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর।
অর্থাৎ সাবেক পুলিশ সদস্য মুহাম্মদ সুহিনের চাকরি থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অব্যাহতি নেননি। বরং তিনি ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর চাকরি ছেড়েছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশজুড়েই আন্দোলনে সমালোচনা ও হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী; ঘটেছে প্রাণহানির ঘটনা। এমন প্রেক্ষিতে ‘আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর গুলি চালাতে রাজি না হয়ে চাকরি থেকে এক পুলিশ সদস্য অব্যাহতি নিয়েছেন’— এই দাবিতে মুহাম্মদ সুহিন নামের পুলিশ সদস্যের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘বিএনপি সিলেট’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল শনিবার (১০ আগস্ট) ওই পুলিশ সদস্যের ছবি শেয়ার করে দাবি করা হয়, ‘পুলিশ ভাইটি ছাত্র-ছাত্রীর বুকে গুলি চালাতে না গিয়ে চাকরি থেকে অব্যাহতি নিলেন সেই ভাইটির চাকরি সম্মানের সহিত পদোন্নতি দিয়ে ফিরিয়ে দেওয়া হোক। নয়তো মানবতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। ভুলে গেলে চলবে না উনি সত্যিকারের জনগণের বন্ধু। আসুন সবাই আওয়াজ তুলি ভাইটির চাকরি ফেরত পেতে।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, এই পুলিশ সদস্য চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে তোফায়েল আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ জুলাই একটি পোস্ট পাওয়া যায়।
এই পুলিশ সদস্যের ছবি শেয়ার করে পোস্টে লেখা হয়, ‘পুলিশের চাকরি থেকে অব্যাহতি নিল আমাদের দিরাইয়ের (সুনামগঞ্জ) মায়ার ছোট ভাই মুহাম্মদ সুহিন (Muhammod suhin)। তোমার আগামী দিনগুলো ভালো কাটুক এই দোয়া করি।’ পোস্টটিতে মুহাম্মদ সুহিন (Muhammod suhin) নামে একজনকে ট্যাগও করা হয়। পোস্টটির কমেন্টবক্সে রাজ সর্দার শিহাব নামে একজন কমেন্ট করে লেখেন, ‘ভাই জব ছাড়ছে ৮ মাস আগে, এখন ফেসবুকে পোস্ট কেন?’ এই কমেন্টের উত্তরে মুহাম্মদ সুহিন লেখেন, ‘তো? এখন জানালে সমস্যা কী?’ রাজ সর্দার লেখেন, ‘সমস্যা কিছু না, বাট মানুষ তো তোমাকে নিয়ে নানা রকমের পোস্ট করতেছে।’ সুহিন লেখেন, ‘এটা তারার (তাঁদের) বিষয়।’
একই পোস্টের কমেন্টবক্সে ইঞ্জিনিয়ার জানে আলম নামে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুহিনের চাকরি ছাড়া সম্পর্কে মন্তব্য করা হয়েছে, ‘দিরাইয়ের ছেলে সুহিন পুলিশের চাকরি ছেড়েছেন ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর। আর এখন সেটা প্রচার করা হচ্ছে আন্দোলনে সমর্থন জানিয়ে চাকরি ছেড়েছেন মর্মে— এটি সঠিক নয়। সবাই গুজব পরিহার করুন।’
এই কথোপকথন থেকে ধারণা করা যায়, মুহাম্মদ সুহিন নামের এই পুলিশ সদস্যের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
পরে মুহাম্মদ সুহিনের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে গত ৩০ জুলাইয়ে পুলিশের চাকরি ছাড়া নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি লেখেন, ‘পুলিশের চাকরি ছাড়ার সিদ্ধান্তটা এতটাও সহজ ছিল না। সর্বোপরি, আমি বিশ্বাস রাখি মহান সৃষ্টিকর্তার ওপর, যিনি আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ পোস্টে তিনি চাকরি ছাড়ার তারিখ উল্লেখ করেন, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর।
অর্থাৎ সাবেক পুলিশ সদস্য মুহাম্মদ সুহিনের চাকরি থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অব্যাহতি নেননি। বরং তিনি ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর চাকরি ছেড়েছিলেন।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
১২ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে