ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়েই উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা। সরকার এসব ঘটনার জন্য দায়ী করেছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবির কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অস্ত্র সরবরাহ করছে। ১৮ জুলাই নাজমুল হাসান নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি চট্টগ্রামের। ভিডিওটিতে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোটা সংস্কার আন্দোলন বা শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই বেশ কয়েকজনকে সুপারির বস্তা থেকে গুলিসহ বিভিন্ন অস্ত্র বের করতে দেখা যায়।
সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে ওই সময় ‘সুপারির বস্তায় পাচার হচ্ছিল বিদেশি অস্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধির পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায়, সুপারির বস্তা থেকে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকার। এসব অস্ত্রশস্ত্র বস্তায় ভরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
অস্ত্র উদ্ধারের বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফকেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। সন্দেহজনক একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে সুপারির বস্তায় পলিথিনে মোড়া একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও খবর পড়ুন:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়েই উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা। সরকার এসব ঘটনার জন্য দায়ী করেছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবির কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অস্ত্র সরবরাহ করছে। ১৮ জুলাই নাজমুল হাসান নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি চট্টগ্রামের। ভিডিওটিতে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোটা সংস্কার আন্দোলন বা শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই বেশ কয়েকজনকে সুপারির বস্তা থেকে গুলিসহ বিভিন্ন অস্ত্র বের করতে দেখা যায়।
সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে ওই সময় ‘সুপারির বস্তায় পাচার হচ্ছিল বিদেশি অস্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধির পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায়, সুপারির বস্তা থেকে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকার। এসব অস্ত্রশস্ত্র বস্তায় ভরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
অস্ত্র উদ্ধারের বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফকেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। সন্দেহজনক একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে সুপারির বস্তায় পলিথিনে মোড়া একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও খবর পড়ুন:
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫