দেব বললেন, সত্য নয়, তবু রইল শুভেচ্ছা
‘তুফান’-এর সাফল্যের পর রাফীর নতুন সিনেমা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। তুফান মুক্তির পর গুঞ্জন ওঠে ওপার বাংলার জিৎকে নিয়ে সিনেমা বানাবেন রাফী। নির্মাতা জানিয়েছিলেন জিৎ, দেব, অঙ্কুশ, সোহমরা তাঁর অনেক কাছের। সবার সঙ্গেই কাজ করার ইচ্ছা আছে। এখনই আলাদা করে জানানোর সময় আসেনি।