সিসাদূষণের শিকার শিশুরাও
সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) ও ব্যান টক্সিকস ফিলিপাইনের এক যৌথ গবেষণায় উঠে এসেছে যে বাংলাদেশ ও ফিলিপাইনে শিশুরা যেসব খেলনা নিয়ে খেলছে, সেগুলোতে রয়েছে অতিরিক্ত মাত্রায় সিসা, পারদ, বেরিয়াম, ক্যাডমিয়ামসহ বেশ কিছু ভারী ধাতু।