Ajker Patrika

শামীম ওসমানের সমর্থন কি জরুরি, প্রশ্ন আইভীর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৫: ৩৬
শামীম ওসমানের সমর্থন কি জরুরি, প্রশ্ন আইভীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী সাংসদ শামীম ওসমানের উদ্দেশে বলেছেন, ‘তাঁর সমর্থন খুব কি জরুরি এই নির্বাচনে। তিনি একজন সাংসদ। ইচ্ছা করলেও তিনি আসতে পারবেন না। আমরা নির্বাচনের মধ্যেই থাকি।’

গতকাল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আইভী। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকারের অব্যাহতি প্রসঙ্গে আইভী বলেন, ‘এটা একটা দলের কৌশল হতে পারে। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এটা তাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তাঁর সঙ্গে, তিনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী,আরও আছে। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়ব।’

আইভী আরও বলেন, ‘স্থানীয় সরকারে কাজ করতে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সব ধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে।’

মেয়র প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে কখনো বিভাজন ছিল না। তৃণমূল সব সময় একত্র ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগে কোনো বিভাজন নেই, আগেও ছিল না। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু দিনের শেষে সকলে শেখ হাসিনার কর্মী।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।’

এসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত