Ajker Patrika

ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮: ১৯
ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি

পুনরায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকল প্রকারের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি শুরু করার দাবি জানিয়েছে জেলা নাগরিক ফোরাম। গতকাল শনিবার দুপুরে সংগঠনটির উদ্যোগে রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবরের মধ্যে এই রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত না করলে রেলপথ অবরোধ করে পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭ মাসেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি কার্যত অচল হয়ে পড়ে আছে।

ট্রেন না থামার কারণে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সিগনালিং সিস্টেম ধ্বংসের দোহাই দিয়ে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসীকে কষ্ট দেওয়া হয়েছে। এটি কিছুতেই মেনে নেওয়া যায় না।

হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে যদি সকল আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত না করা হয় তাহলে রেলপথ অবরোধ করে পূর্বাঞ্চল রেলপথে সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের নাগরিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান মারুফ ও সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক হাবিবুর রহমান পারভেজ।

এর আগে গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। তখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলয়ে স্টেশনে আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত