Ajker Patrika

অসহায়দের পাশে একদল তরুণ

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ১৩
অসহায়দের পাশে একদল তরুণ

নতুন বছরের শুরুর রাত ভিন্নভাবে উদ্‌যাপন করেছে নওগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। সংগঠনের সদস্যরা জেলা ও পার্শ্ববর্তী সান্তাহার রেলস্টেশনে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। পুরো দেশ যখন আতশবাজি, ফানুস উড়িয়ে, মাইক বাজিয়ে উৎসবে মেতে উঠেছে, তখন ওই রেলস্টেশনে দেখা গেছে ভিন্ন এক চিত্র।

তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপসী নওগাঁ সংগঠনের সদস্যরা রাত ৯টা থেকে নওগাঁ শহর ও পার্শ্ববর্তী সান্তাহার রেলস্টেশনে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। অসহায় মানুষের পাশে থেকে তাঁরা ভিন্নভাবেই বছরের শেষ রাতটা উদ্‌যাপন করেন। রাতে তাঁরা ৫০ জন শীতার্তকে কম্বল বিতরণ করেন।

এ সময় সেখানে রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি খালেদ বিন ফিরোজ, সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, অর্থ সম্পাদক আহসান হাবিব মহন, সহপ্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, সদস্য রনি, মিনারুল প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপসী নওগাঁর পরিচালক খালেদ বিন ফিরোজ বলেন, অনেকেই বছরের প্রথম দিন আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচ-গানের আয়োজন করে। যার পুরোটায় অপচয়। এ ছাড়া ফানুস উড়িয়ে অনেক দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাই অপচয় না করে সমাজের অসহায়, ছিন্নমূল মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত