Ajker Patrika

ঢামেকে ভালো আছে সেই শিশু আবদুল্লাহ

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ২২
ঢামেকে ভালো আছে সেই শিশু আবদুল্লাহ

টাকা দিতে না পারায় হাসপাতালের এনআইসিইউ থেকে চিকিৎসাধীন দুই যমজ শিশুকে বের করে দেয় কর্তৃপক্ষ। শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে গত বৃহস্পতিবার দুই শিশুর একজন আহমেদ মারা যায়। বাকি একজনকে ভর্তি করা হয় ঢামেকে। বর্তমানে চিকিৎসাধীন শিশু আবদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গতকাল শনিবার ঢামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইফ্ফাত আরা শামসাদ বলেন, ‘শিশু আবদুল্লাহ বর্তমানে ভালো আছে। তার মুখে খাবার তুলে খাওয়ানো যাচ্ছে। আগে কান্নাকাটি করলেও এখন শান্ত থাকছে। আমরা তাকে স্পেশাল কেয়ারে রেখেছি।’

ডা. ইফ্‌ফাত জানান, ঢামেকে ভর্তি হওয়ার আগে শিশু আবদুল্লাহর অবস্থা খুবই খারাপ ছিল। সে বর্তমানে হাসপাতালে ২২৩ নম্বর ওয়ার্ডের শিশু বিভাগে চিকিৎসাধীন।

আবদুল্লাহর নানি রিনা বেগম বলেন, ‘বৃহস্পতিবার যখন ওই হাসপাতাল থেকে তাদের বের করে দেওয়া হয় তখন আমি ভেবেছিলাম দুজনই মারা যাবে। কিন্তু পরবর্তী সময়ে ঢাকা মেডিকেলে নিয়ে এলে শিশুদের মধ্যে একজন মারা যায়। আবদুল্লাহর অবস্থা এখন আগের চেয়ে ভালো। চোখ মেলে এদিক-ওদিক তাকাতে পারছে সে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আমরা তার যত্ন নিচ্ছি। আশা করছি, কয়েক দিন গেলেই সুস্থ হয়ে যাবে আবুদুল্লাহ।’

গত বৃহস্পতিবার শিশুমৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুক্রবার শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে গ্রেপ্তার করে র‍্যাব। সে বিষয়ে রিনা বেগম বলেন, ‘আমি চাই ওদের এমন একটা বিচার হোক। যাতে করে আমাদের মতো গরিবের বুক খালি না হয়। তারা টাকার জন্য আমাদের বের করে দিয়েছে। বাড়িয়ে টাকার হিসাব দিয়েছে।’

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আমার বাংলাদেশ হাসপাতাল থেকে যমজ দুই শিশুকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পথে আহমেদের (৬ মাস) মৃত্যু হয়।

এদিকে সেই ঘটনায় দায়ের করা মামলায় ওই হাসপাতালের পরিচালক গোলাম সারওয়ারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকার মহানগর হাকিম শুভ্রা চৌধুরী রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত