Ajker Patrika

ছলে-বলে জিততে চাইলে ব্যবস্থা: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১২: ২৩
ছলে-বলে জিততে চাইলে ব্যবস্থা: কাদের

ছলে-বলে-কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে শৃঙ্খলাবিরোধী অপকর্ম হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সোমবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সতর্কতা উচ্চারণ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে যাঁরা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, সংঘাত-সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তাঁদের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী তৎপরতা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাঁদের মদদদাতা, উসকানিদাতা নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করলে কঠোর সাংগঠনিক শাস্তির মুখে পড়বেন। শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাঁদের মদদদাতাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশে তালিকা করা হচ্ছে। অপকর্ম করলে কেউ রেহাই পাবে না।

ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি দাবি করে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানেন, বাংলাদেশের জন্মের পর থেকে এ দেশে কারা সাম্প্রদায়িক রাজনীতি করে, কারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

বিএনপি ক্ষমতায় যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে সাম্প্রদায়িক শক্তির ওপর নির্ভর করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শায়খ আবদুর রহমান, বাংলা ভাইয়েরা যে উগ্রপন্থার জন্ম দিয়েছিল, তার প্রশ্রয় আর আশ্রয়দাতা ছিল বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত