Ajker Patrika

পিটিয়ে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬: ৫৫
পিটিয়ে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবদিনকে (৪৫) পিটিয়ে আহত ও তাঁর মনোনয়নপত্রটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগটি উঠেছে জয়নাল আবদিনের প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে। গত সোমবার ১ নভেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আহত জয়নাল আবদিন বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার পিরোজপুর গ্রামের দুঃখী মাহমুদের ছেলে। ঘটনার পর প্রশাসন ছিনিয়ে নেওয়া ফরম উদ্ধার করে আবার তাঁকে ফিরিয়ে দেয়। তিনি ইতিমধ্যে সেই মনোনয়নপত্র জমাও দিয়েছেন বলে জানিয়েছেন।

জয়নাল আবদিন জানান, তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সবকিছু ঠিকঠাক করে গত সোমবার ১ নভেম্বর বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদে জমা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে উপজেলা পরিষদ মসজিদের কাছে যাওয়া মাত্র একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। তাঁরা এলোপাতাড়ি মারপিট করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ আবুল কালাম আজাদ তাঁর লোকজন দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। তিনি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চান না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে বারোবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুঠোফোনে সাংবাদিকদের জানান, তিনি নিজের মনোনয়নপত্র জমা দিয়ে চলে এসেছেন। জয়নাল আবদিনের সঙ্গে তাঁর লোকজন খারাপ ব্যবহার করেনি।’

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া ও ওসি (তদন্ত) মো. মতলেবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

পরে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় ৫-৬ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে জয়নাল আবদিন একটি মামলা করেছেন। আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত