Ajker Patrika

ইউপি নির্বাচনে লড়তে চান স্বামী স্ত্রী

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ৪৩
ইউপি নির্বাচনে লড়তে চান স্বামী স্ত্রী

তফসিল ঘোষণার পর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এই উপজেলার প্রায় দুই ডজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন। এর মধ্যে পক্ষিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ফরম কিনেছেন স্বামী ও স্ত্রী। তাঁরা গত সোমবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

স্বামী-স্ত্রীর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার ঘটনায় দলের ভেতরে আলোচনা-সমালোচনা চলছে। তবে স্বামী ও স্ত্রী নিজেদের প্রতিপক্ষ হিসেবে মনে করছেন না।

পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন সরদার বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে জানান, তিনি ও তাঁর স্ত্রী গত সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পক্ষিয়া ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘আমাকে সহযোগিতার জন্য আমার স্ত্রী দলীয় ফরম সংগ্রহ করেছেন। যদি আমি নৌকা প্রতীক পাই, তাহলে আমার স্ত্রী ভোট করবেন না। আর যদি নৌকা প্রতীক না পাই, তাহলে আমরা দুজনই ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হব।’

খোঁজ নিয়ে জানা যায়, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন সরদার বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আলাউদ্দিন সরদার বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি, এটা ঠিক। তিনি পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান এটাও সত্যি। তবে দীর্ঘদিন ধরে দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাউদ্দিন সরদারের কোনো যোগাযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত