শাহীন রহমান, পাবনা
পাবনার হাটবাজারে শাকসবজির আমদানি থাকলেও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। শাকসবজির চেয়ে দাম বেড়েছে মাছ-মাংসের বাজারে। ভোজ্যতেল, ডাল ও চিনির বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে। এতে দাম নাগালের বাইরে থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
জেলার অন্যতম বাজার চাটমোহর পুরাতন বাজার। সেখানে গতকাল সোমবার সকালে গিয়ে দেখা গেছে, বাজারে শাকসবজির আমদানি বেশ। উঠতে শুরু করেছে শিম, ফুলকপিসহ আগাম শীতকালীন সবজি। তবে সেসবের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি শাকসবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার করতে এসে দাম শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ছে ক্রেতাদের। তাই ইচ্ছা থাকলেও সাধ্যের মধ্যে কেনাকাটার চেষ্টা করছেন।
সবজি বিক্রেতারা জানান, বর্তমানে শিম ৮০ থেকে ১০০ টাকা, মুলা ২০, বেগুন, ঝিঙে, পটোল, শসা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩৫, আলু ২০, ফুল ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৫০ টাকা, পেঁপে ১০, প্রতিটি লাউ ২০, কাঁচা মরিচ ১১০, পেঁয়াজ ৬০, বিভিন্ন রকমের শাক ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অপর দিকে ভোজ্যতেল, ডাল, চিনি আর মাছ-মাংসের দাম বেড়েছে। সয়াবিন তেল ১৬০ থেকে ১৭০ টাকা, মসুর ডাল ১১৫, মাষকলাইয়ে ডাল ১৩০, চিনি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও, সব ধরনের মুরগির মাংসে কেজি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। প্যারেল মুরগির মাংস ৩৪০ টাকা, পাকিস্তানি ২৪০, দেশি মুরগি ৩৭০, সোনালি ২৯০, বয়লার ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারদর নিয়ে উদ্বেগ আর অসন্তোষের কথা জানিয়েছেন ক্রেতারা। বাজার করতে আসা পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় বাসিন্দা আদর খান বলেন, ‘করোনার ধাক্কায় এমনিতেই সবদিক দিয়ে পিছিয়ে পড়েছি। তারপর দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেভাবে ছুটছে, তাতে আমরা কত দিন টিকব কে জানে।’
সবজি বিক্রেতা আফজাল হোসেন বলেন, দাম বেশি দিয়ে কিনে বেশি দামে বিক্রি করতে হয়। দাম বাড়লে তাঁদের কিছু করার নেই।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিগগির আবার বাজারে অভিযান চালানো হবে।
পাবনার হাটবাজারে শাকসবজির আমদানি থাকলেও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। শাকসবজির চেয়ে দাম বেড়েছে মাছ-মাংসের বাজারে। ভোজ্যতেল, ডাল ও চিনির বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে। এতে দাম নাগালের বাইরে থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
জেলার অন্যতম বাজার চাটমোহর পুরাতন বাজার। সেখানে গতকাল সোমবার সকালে গিয়ে দেখা গেছে, বাজারে শাকসবজির আমদানি বেশ। উঠতে শুরু করেছে শিম, ফুলকপিসহ আগাম শীতকালীন সবজি। তবে সেসবের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি শাকসবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার করতে এসে দাম শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ছে ক্রেতাদের। তাই ইচ্ছা থাকলেও সাধ্যের মধ্যে কেনাকাটার চেষ্টা করছেন।
সবজি বিক্রেতারা জানান, বর্তমানে শিম ৮০ থেকে ১০০ টাকা, মুলা ২০, বেগুন, ঝিঙে, পটোল, শসা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩৫, আলু ২০, ফুল ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৫০ টাকা, পেঁপে ১০, প্রতিটি লাউ ২০, কাঁচা মরিচ ১১০, পেঁয়াজ ৬০, বিভিন্ন রকমের শাক ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অপর দিকে ভোজ্যতেল, ডাল, চিনি আর মাছ-মাংসের দাম বেড়েছে। সয়াবিন তেল ১৬০ থেকে ১৭০ টাকা, মসুর ডাল ১১৫, মাষকলাইয়ে ডাল ১৩০, চিনি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও, সব ধরনের মুরগির মাংসে কেজি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। প্যারেল মুরগির মাংস ৩৪০ টাকা, পাকিস্তানি ২৪০, দেশি মুরগি ৩৭০, সোনালি ২৯০, বয়লার ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারদর নিয়ে উদ্বেগ আর অসন্তোষের কথা জানিয়েছেন ক্রেতারা। বাজার করতে আসা পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় বাসিন্দা আদর খান বলেন, ‘করোনার ধাক্কায় এমনিতেই সবদিক দিয়ে পিছিয়ে পড়েছি। তারপর দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেভাবে ছুটছে, তাতে আমরা কত দিন টিকব কে জানে।’
সবজি বিক্রেতা আফজাল হোসেন বলেন, দাম বেশি দিয়ে কিনে বেশি দামে বিক্রি করতে হয়। দাম বাড়লে তাঁদের কিছু করার নেই।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিগগির আবার বাজারে অভিযান চালানো হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫