Ajker Patrika

নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতার অসন্তোষ

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ২৮
নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতার অসন্তোষ

পাবনার হাটবাজারে শাকসবজির আমদানি থাকলেও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। শাকসবজির চেয়ে দাম বেড়েছে মাছ-মাংসের বাজারে। ভোজ্যতেল, ডাল ও চিনির বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে। এতে দাম নাগালের বাইরে থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

জেলার অন্যতম বাজার চাটমোহর পুরাতন বাজার। সেখানে গতকাল সোমবার সকালে গিয়ে দেখা গেছে, বাজারে শাকসবজির আমদানি বেশ। উঠতে শুরু করেছে শিম, ফুলকপিসহ আগাম শীতকালীন সবজি। তবে সেসবের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি শাকসবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার করতে এসে দাম শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ছে ক্রেতাদের। তাই ইচ্ছা থাকলেও সাধ্যের মধ্যে কেনাকাটার চেষ্টা করছেন।

সবজি বিক্রেতারা জানান, বর্তমানে শিম ৮০ থেকে ১০০ টাকা, মুলা ২০, বেগুন, ঝিঙে, পটোল, শসা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩৫, আলু ২০, ফুল ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৫০ টাকা, পেঁপে ১০, প্রতিটি লাউ ২০, কাঁচা মরিচ ১১০, পেঁয়াজ ৬০, বিভিন্ন রকমের শাক ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপর দিকে ভোজ্যতেল, ডাল, চিনি আর মাছ-মাংসের দাম বেড়েছে। সয়াবিন তেল ১৬০ থেকে ১৭০ টাকা, মসুর ডাল ১১৫, মাষকলাইয়ে ডাল ১৩০, চিনি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও, সব ধরনের মুরগির মাংসে কেজি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। প্যারেল মুরগির মাংস ৩৪০ টাকা, পাকিস্তানি ২৪০, দেশি মুরগি ৩৭০, সোনালি ২৯০, বয়লার ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারদর নিয়ে উদ্বেগ আর অসন্তোষের কথা জানিয়েছেন ক্রেতারা। বাজার করতে আসা পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় বাসিন্দা আদর খান বলেন, ‘করোনার ধাক্কায় এমনিতেই সবদিক দিয়ে পিছিয়ে পড়েছি। তারপর দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেভাবে ছুটছে, তাতে আমরা কত দিন টিকব কে জানে।’

সবজি বিক্রেতা আফজাল হোসেন বলেন, দাম বেশি দিয়ে কিনে বেশি দামে বিক্রি করতে হয়। দাম বাড়লে তাঁদের কিছু করার নেই।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিগগির আবার বাজারে অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ফাতেমা দোজা চাকরি থেকে বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত