Ajker Patrika

ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬: ৪৪
ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রূপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়া শালবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে ভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেলের চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক আসিফ হোসেন (৩০)।

পুলিশ জানায়, পাবনা থেকে রূপপুর থেকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল। আর রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। আওতাপাড়া নামক এলাকার একটি মোড়ে পৌঁছালে মোটরসাইকেল ও অটোভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় মোটরসাইকেলের চালককে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করে।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী জাকিরুল ইসলাম বলেন, বালুবাহী ট্রাকটির গতি ছিল বেপরোয়া। সেই সঙ্গে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন চালক। আর মোটরসাইকেলের সামনে ছিল একজন যাত্রীসহ ব্যাটারিচালিত ভ্যান। ঘটনাস্থলে ব্যাটারিচালিত অটোভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ভ্যানের পেছনে থাকা মোটরসাইকেলচালকও দিশেহারা হয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে ট্রাকের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগ না থাকায় ভ্যানচালক মুনসুর আলী খাঁ ও মোটরসাইকেলের চালক আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভ্যানের যাত্রী সাইফুল শাহর পরিবার থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত