Ajker Patrika

পুলিশের সামনে হামলা, নারীসহ আহত ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ০৩
পুলিশের সামনে হামলা, নারীসহ আহত ২

বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বসা সালিস বৈঠকে পুলিশের সামনে বহিরাগতদের হামলায় হাফিজা বেগম (৩৮) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাফিজা বেগমের ভাই রেজাউল শেখও আহত হয়েছেন। উপজেলার ফয়লাহাট পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল ও আহত ওই নারীর স্বজনরা জানান, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম ও তাঁর ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে গত শনিবার ফয়লাহাট পুলিশ ক্যাম্পে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ সালিস বৈঠকে বসেন। একপর্যায়ে উভয় পক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় কামরুল ইসলাম ও তাঁর সহযোগী লোকজন হাফিজা বেগমকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। এ সময় রেজাউল শেখও আহত হন।

ফয়লাহাট ক্যাম্পের আইসি মো. কবীর হোসেন বলেন, ঘটনার সময় তিনি ক্যাম্পের বাইরে একটি তদন্তে ছিলেন। দারোগা মামুন সালিস করছিলেন। সালিস শেষে তাঁরা ক্যাম্পের গেটের বাইরে নিজেরা মারামারি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত