Ajker Patrika

খুলনা শহরে বেড়েছে নিত্যপণ্যের দাম

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ০২
খুলনা শহরে বেড়েছে নিত্যপণ্যের দাম

খুলনায় বেড়েছে চাল, ডাল, তেল ও আটা-ময়দার দাম। তবে কমেছে ব্রয়লার ও পাকিস্তানি সোনালি মুরগির দাম। গতকাল শনিবার খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার যেসব চাল কেজি প্রতি ৫৬ টাকায় বিক্রি হয়েছে গতকাল তা বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

প্যাকেট আটা ও প্যাকেট ময়দার দাম কেজিতে বেড়েছে ১-৫ টাকা। ৪২ টাকা প্যাকেট আটা এখন ৪৩ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, যা আগে ছিল ৪৮। এ ছাড়া মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ থেকে ৯০ টাকা। কেজিতে ৫-৬ টাকা বেড়ে ছোট দানার মসুর ডালের দাম হয়েছে ১১৫ টাকা।

বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন ধরে তেলের দাম বাড়তি। বোতল সয়াবিন তেলের দাম লিটারে ৫-৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা করে। খোলা সয়াবিন তেলের দাম ১০ টাকা পর্যন্ত বেড়ে ১৪২ টাকা হয়েছে।

এদিকে নগরের বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে। জানা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৪০-১৪৫ টাকা, গতকাল তা ১৩৫-১৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। আবার পাকিস্তানি সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৪০-২৮০ টাকা কিন্তু গতকাল বিক্রি হয়েছে ২৩০-২৬০ টাকা কেজি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত জোগান থাকলেও কমেনি সবজির দাম।

গতকাল বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ ৩০-৪০, বেগুন ৪০-৫৫, আলু ১০-১৪, দেশি পেঁয়াজ ২৫-৩০, পেঁপে ২০-২২, গাজর ২৫-৩০, শিম কেজিপ্রতি ৩০-৪০, ওলকপির কেজি ২০, বরবটি ৬০, ফুলকপি ৪০ আলুর কেজি এখন ১০-১২ টাকা।

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, ‘সাধারণত এই সময়ে চালের দাম কম থাকে। তবে এবার দাম বেশি হওয়ায় কৃষকেরা চাল নিজেদের মজুতে রেখে দিয়েছেন। ফলে বাজারে চালের দাম বেশি। এ ছাড়া তেলের দাম বেশি বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। তবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত