Ajker Patrika

তালায় দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০: ০৯
তালায় দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন

আগামী সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তালা উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। পূজার সময় এলাকা এবং মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলায় এবার ১৮৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোর প্রস্তুতি শেষ। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের আবালবৃদ্ধবনিতা এ সর্ববৃহৎ শারদীয় পূজাকে সার্থক করতে প্রহর গুনছেন।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ মন্ডপেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। উপজেলার ১৮৯টি পূজা মণ্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানার, পূজার সময় আইন শৃঙ্খলা রক্ষায় পূজা মন্ডপের বাইরে এলাকায় সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, এ বছর ১৮৯টি মন্ডপে পূজা হবে। ইতিমধ্যেই শারদীয় দুর্গাপূজা জাতীয় উৎসবে রূপ নিয়েছে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম তারেক সুলতান জানান, দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গোৎসব পালন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত