Ajker Patrika

হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস পালন

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ২৬
হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস পালন

হালুয়াঘাটে ঐতিহাসিক ‘তেলিখালী যুদ্ধ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে শহীদদের স্মৃতিফলকে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। পরে শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এতে শহীদদের পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে আচকিপাড়ায় শহীদ স্মৃতি আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মৃতিচারণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, ময়মনসিংহের সাবেক জেলা কমান্ডার আব্দুর রব প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ৩ নভেম্বর হালুয়াঘাটের তেলিখালী ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে লিপ্ত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে হত্যা করে যৌথবাহিনী।

এ ছাড়া শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা। এই যুদ্ধে শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে স্মৃতিফলক। ক্যাম্পের পেছনে শনাক্ত করা হয়েছে সাত শহীদের গণকবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত