Ajker Patrika

কাজির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০: ৩২
কাজির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় প্রতিবেশীর কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে এক কাজির বিরুদ্ধে। এ বিষয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, মাহমুদ খন্দকার এর আগে সাবেক এক বিচারককে হুমকি দিয়ে ১০ মাস কারাভোগ করেছিলেন। এবার তাঁর বিরুদ্ধে প্রতিবেশী এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগে উপজেলার বেতমোর ইউনিয়নের বেতমোর গ্রামের বাসিন্দা ফিরোজ খন্দকার বলেন, নিকাহ রেজিস্ট্রারের (কাজি) দায়িত্বে থাকা প্রতিবেশী মাহমুদ খন্দকার চাঁদাবাজ প্রকৃতির লোক। তিনি নিজেকে স্থানীয় সাংসদের লোক হিসেবে পরিচয় দেন। এ পরিচয়ে তিনি সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের অহেতুক হয়রানি করেন। তাঁর জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর তুলতে গেলে কাজি মাহমুদ তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এমনকি তাঁর ভাই বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশিদ ঘর তোলার সময়ও চাঁদা দাবি করেছিলেন তিনি।

মাহমুদ খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বরং ফিরোজ খন্দকারই সীমানা অতিক্রম করে আমার জমির মধ্যে ঢুকে পড়েছে। এ ঘটনায় নির্বাহী আদালতে মামলাও করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত