Ajker Patrika

শিক্ষায়তন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫০
শিক্ষায়তন ভবনের উদ্বোধন

চট্টগ্রামের নাসিরাবাদে নবনির্মিত শিল্প সম্পর্ক শিক্ষায়তন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি আরও ৭টি ভবনের সঙ্গে এই ভবনটি উদ্বোধন করেন।

এ সময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে কোনো প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকের মধ্যে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। মালিকদের সব সময় মনে রাখতে হবে, শ্রমিকেরা শ্রম দিয়েই মালিকের কারখানা চালু রেখে অর্থ উপার্জনের পথ করে দেন। আবার সেই সঙ্গে শ্রমিকদেরও মনে রাখতে হবে, এই কারখানাগুলো আছে বলেই তাঁরা কাজ করে খেতে পারছেন। কারখানাগুলো যদি ঠিকমত না চলে তাহলে নিজেদেরই ক্ষতি হবে।’

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে নতুন ভবনগুলোর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

অনেক সময় কিছু কিছু শ্রমিক নেতা বা কোনো কোনো মহল বাইরে থেকে উসকানি দিয়ে কলকারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অশান্ত পরিবেশ সৃষ্টি হলে কাজের পরিবেশও যে নষ্ট হবে।’

এই ভবনে শ্রমিকদের প্রশিক্ষণসহ নানা সুবিধা থাকবে বলে জানান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত