Ajker Patrika

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১২: ৪৩
গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আজ শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। উইলোমুর পার্কে যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে পূর্ণ পয়েন্ট পেতে চায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছেন তাঁরা।

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। কোচ দিপু রায় চৌধুরী বলেছেন, ‘অপরাজিত থাকাই আমাদের লক্ষ্য। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমরা গ্রুপের সব ম্যাচেই জিততে চাই। মেয়েরাও আত্মবিশ্বাসী।’

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারান তাঁরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

তবে চিন্তার কারণও রয়েছে দলে। অলরাউন্ডার স্বর্ণা আক্তারের চোট রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পান তিনি। দক্ষিণ আফ্রিকার ভিন্ন আবহওয়ায় গিয়ে জ্বরও হয়েছে কয়েকজন ক্রিকেটারের। গত ম্যাচেও কয়েকজন খেলোয়াড় ফিট ছিলেন না বলে জানিয়েছিলেন কোচ দিপু রায়। তবে এই ম্যাচে সবাইকে ভালোভাবে পাওয়ার আশা তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত