Ajker Patrika

ভাড়াবাড়ি থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ০৯
ভাড়াবাড়ি থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় ভাড়া বাসা থেকে গত শুক্রবার দুপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর নাম পূর্ণিমা চাকমা।

সে রাঙামাটি সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।

পূর্ণিমার বাড়ি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে ভারত সীমান্তবর্তী বগাখালী গ্রামে। বাবার নাম সাধন কুমার চাকমা।

পূর্ণিমার আত্মীয় শচীন চাকমা বলেন, ‘পূর্ণিমা রাঙামাটি শহরের রাজবাড়ীতে বিনীতা দেওয়ানের বাড়িতে থাকত। সেখান থেকে কলেজে পড়াশোনা করত। সে ২২ অক্টোবর জুরাছড়ি বনবিহারে কঠিন চীবর দানে গিয়েছিল।

শুক্রবার সকালে সেখান থেকে রাজবাড়ীতে ফিরে আসে। ঘরের লোকজন তাকে চুরিসহ নানা অপবাদ দেন বলে শুনেছি। এরপর দুপুরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। আমি নিজে গিয়ে লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে এনেছি।’

পূর্ণিমার মামাতো ভাই পলাশ চাকমা বলেন, ‘পূর্ণিমা যে বাসায় থাকত, সে বাসার লোকজন তাকে নির্যাতন করত, জানি। বিভিন্ন সময় সে কথাগুলো তার বন্ধুদের সঙ্গে শেয়ার করত। আমি মনে করি, এ মৃত্যুর দায় বাসার মালিক এড়াতে পারেন না।’

এ ব্যাপারে বিনীতা দেওয়ান পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বাড়িটি তালাবদ্ধ পাওয়া গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত বলেন, ‘আমরা এক কলেজছাত্রীর লাশ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পূর্ণিমার বাবা সাধন কুমার চাকমা বলেন, এ ঘটনায় মামলা করবেন না। তাঁর গ্রামের বাড়ি থেকে শহরে আসতে এক দিনে খরচ হয়েছে ১৮ হাজার টাকা। মামলা চালাতে গেলে জীবনই শেষ হয়ে যাবে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্ত শেষে ছাত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে দাহ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত