Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা বিএনপির নেতা–কর্মীরা। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কক্ষে গিয়ে তাঁর হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজ নৈতিক দল।’

আফরোজা খান রিতা বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় তাঁকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে। না হলে কোনো যদি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার জন্য এই সরকার দায়ী থাকবে।’ খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ভবিষ্যতে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালন করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোখসেদুর রহমান, সহসভাপতি বশির উদ্দীন আহম্মেদ ঠান্ডু, সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্তন কান্ত পন্ডিত ভজন, এস এম এম ইকবাল হোসেন খান, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, রফিক উদ্দীন হাবু ভূঁইয়া, মহিলা সম্পাদিকা সাবিহা হাবিব প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহম্মেদ যাদু, বিএনপি নেতা রিয়াজ মাহম্মদ হারেজ, যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দিপু, তুহিনুর রহমান তুহিন, জিয়াউদ্দীন আহম্মেদ কবীর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত