Ajker Patrika

দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ৫৭
দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুটি কমিটি ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষের শীর্ষ দুই নেতার অনুসারীদের মধ্যে পদ ভাগাভাগি করে এ দুটি কমিটি করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর অনুসারীদের মধ্যে এ পদ ভাগাভাগি হয়।

জানা গেছে, ২১৭ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এবং ১৯৫ সদস্য নিয়ে কুমিল্লা মহানগর যুবদলের কমিটি করা হয়। দক্ষিণ জেলা কমিটিতে সভাপতি করা হয় ইয়াছিন পক্ষের অনুসারী আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সাধারণ সম্পাদক করা হয়েছে মেয়র সাক্কু পক্ষের অনুসারী মো. আনোয়ারুল হককে। মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে ইয়াছিন পক্ষের অনুসারী উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক করা হয়েছে মেয়র সাক্কু পক্ষের অনুসারী ইউসুফ মোল্লা টিপুকে।

কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কমিটিতে আমাদের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। তবে ষড়যন্ত্র করে আমাদের কয়েকজন ত্যাগী নেতাকে এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে আমাদের ওয়ার্ড কমিটি গঠন করতে বলেছে।’

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, ‘নতুন কমিটিতে আমার সব নেতা-কর্মীকে পদায়ন করা হয়েছে। যাঁরা মাঠে কাজ করতে গিয়ে মামলা-হামলার শিকার হয়েছে তাঁদের এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক বলেন, ‘দীর্ঘ ২৩ বছর পর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এ আমাদের আনন্দের বিষয়। তবে এ কমিটিতে আমাদের অনেক ত্যাগী নেতা-কর্মী বাদ পড়েছেন। তবুও দলের স্বার্থে এক সঙ্গে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত