Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে ছুটে গেল বগি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১: ৪৪
চলন্ত ট্রেন থেকে ছুটে গেল বগি

ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগি ছিঁড়ে আলাদা হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান।

মামুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি এলাকায় আসতেই পেছনের একটি বগি জোড়া থেকে ছুটে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধার করলে রেলস্টেশনে নিয়ে আসে। পরে তিস্তা এক্সপেস ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ঘটনায় কোনো ট্রেন স্টেশনে আটকে ছিল কিনা জানতে চাইলে ওসি মামুন রহমান বলেন, হাওর এক্সপ্রেস ময়মনসিংহে আটকে ছিল। পরে তিস্তা এক্সপ্রেস স্টেশনে ঢুকলে সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আলাদা হয়ে যাওয়া বগিতে থাকা শুভ নামের এক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ট্রেনটি আগে থেকেই ধীর গতিতে চলছিল। ট্রেনের শেষে থাকা খাবারের বগিটিতে প্রায় ৩০ জনের মতো যাত্রী অবস্থান করছিল। যখন বগিটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়, যাত্রীদের সবাই খুব ভয় পেয়েছিল। তবে সবাই নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে একাধিকবার ময়মনসিংহ রেলওয়ে সুপারিন্টেন্ডেন্টকে কল করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত