Ajker Patrika

শেরপুরে হামলার ঘটনায় আদালতে মামলা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪: ৩২
শেরপুরে হামলার ঘটনায় আদালতে মামলা

শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহতের ঘটনায় আদালতে নালিশি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী মোছা. আমেনা বেগম বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে গত ৮ জানুয়ারি শেরপুর সদর থানায় এ ঘটনায় একটি মামলা হয়। তবে মামলায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মো. বিশুর (৩৮) সঙ্গে দীর্ঘদিন থেকে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী মো. রফিক মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩০ ডিসেম্বর মো. রফিক মিয়া (৩৭) ও তাঁর ভাই মো. শফিকসহ (৩৫) কয়েকজন মিলে মো. বিশু ও তাঁর স্ত্রী মোছা. আমেনা বেগমকে (৩৬) লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা বিশু ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

কিছুটা সুস্থ হয়ে বিশু ও আমেনা বেগম বাড়ি ফিরলে গত ৯ জানুয়ারি আবারও তাদের পিটিয়ে আহত করেন রফিক ও শফিকসহ কয়েকজন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে শেরপুরের আমলি আদালতে আরও একটি নালিশি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত