Ajker Patrika

ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হঠাৎ হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২: ০৯
ট্রাফিক পুলিশ সদস্যের    ওপর হঠাৎ হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মলাই কুমার মিত্র নামের এক ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরের দিকে জেলা শহরের কোর্ট সড়কে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বান্দুপ গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা পুরোনো কোর্ট সড়ক মোড়। এই মোড়ে অধিকাংশ সময় যানজট লেগে থাকে। যানজট নিরসনে গতকাল দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মলাই কুমার। দুপুরের দিকে দায়িত্ব পালন কালে এক তরুণ মলাই কুমার মিত্রের পেছন থেকে রডের আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রাফিক পুলিশ কনস্টেবল মলাই কুমার মিত্র বলেন, ‘হঠাৎ করে ১৮ / ২০ বছরের এক তরুণ পেছন দিক দিয়ে হামলা করে দৌড়ে পালিয়ে যায়। তাঁর চেহারা আমি দেখতে পারিনি। তার শরীরে হলুদ রঙের গেঞ্জি ছিল।’

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি. আই) দেবব্রত কর জানান, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত