Ajker Patrika

নানা আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ৩৪
নানা আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ফরিদপুর, রাজবাড়ি, মাগুরা ও চুয়াডাঙ্গায় কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর: ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আজকের প্রজন্মের কন্যাদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের গড়ে নিতে হবে। মেয়েরা এটা পারে না, ওটা পারে না এসব ভাবনা মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে।’

মাগুরা: ‘আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুলিয়া সুকায়না।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

রাজবাড়ী: রাজবাড়ির পাংশায় ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ স্লোগানে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত