Ajker Patrika

মুমিনের ৬ অনন্য বৈশিষ্ট্য

আবদুল আযীয কাসেমি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৪: ১৫
মুমিনের ৬ অনন্য বৈশিষ্ট্য

সামাজিক জীবন সুখময় ও সমৃদ্ধ করার লক্ষ্যে ইসলাম কিছু নীতি ও শিষ্টাচার শিখিয়েছে, যা মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি ও ভালোবাসা নেমে আসবে। আমাদের পারস্পরিক বন্ধন হয়ে উঠবে অনেক শক্তিশালী ও আন্তরিক। এক হাদিসে মুসলিমদের প্রতি পারস্পরিক পাঁচটি গুরুত্বপূর্ণ অধিকারের কথা আলোচিত হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘একজন মুসলিমের প্রতি তার অপর ভাইয়ের পাঁচটি অধিকার রয়েছে। এক. সালাম দিলে সালামের উত্তর দেওয়া। দুই. অসুস্থ হলে তার দেখাশোনা করা। তিন. মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া। চার. দাওয়াত দিলে দাওয়াতে হাজির হওয়া। পাঁচ. হাঁচি দিয়ে দোয়া পড়লে তার উত্তর দেওয়া। (সহিহ বুখারি: ১২৪০) আরেকটি হাদিসে এই পাঁচটির সঙ্গে আরও একটি অধিকারের কথা যুক্ত করা হয়েছে। সেটি হলো, কোনো মুসলিম ভাই যদি অপর ভাইয়ের কাছে উপদেশ-পরামর্শ চায়, তাহলে তাকে সুপরামর্শ দিয়ে সাহায্য করা। (ফাতহুল বারি)

সালাম আগে দেওয়া বেশি উত্তম। আগে সালাম দেওয়া বিনয়ের নিদর্শন। অহংকার থেকে মুক্তি পেতে এটি একটি চমৎকার ওষুধ। পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া উচিত। পরিচিত কেউ হলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। সালাম দেওয়া সুন্নত। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তবে উত্তরদাতা বিশেষ কোনো কাজে ব্যস্ত থাকলে এবং উত্তর দেওয়া সম্ভব না হলে উত্তর না দিলেও অসুবিধা নেই।

জানাজা ও রোগীর দেখাশোনা করা ফরজে কেফায়া। সমাজের কিছু লোক শরিক হলে সবার পক্ষ থেকে এ দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে যদি কেউ এ দায়িত্ব আঞ্জাম না দেয়, তবে সবাই গুনাহগার হবে। হাঁচি দিলে হাঁচিদাতার জন্য সুন্নত হলো আলহামদুলিল্লাহ বলা। যিনি আলহামদুলিল্লাহ শুনবেন তিনি উত্তরে বলবেন ইয়ারহামুকাল্লাহ। অর্থাৎ আল্লাহ তোমার ওপর দয়া করুন।

আসুন, এই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত সুন্নতগুলোর ব্যাপারে যত্নবান হই।

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত