Ajker Patrika

নরসিংদীতে ২০ নমুনা পরীক্ষা শনাক্ত শূন্য

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯
নরসিংদীতে ২০ নমুনা পরীক্ষা শনাক্ত শূন্য

নরসিংদীতে গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব কটি নমুনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কেউ করোনায় পজিটিভ শনাক্ত হননি। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ২০। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১২ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬০ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১১৯ জন, রায়পুরাতে ৬১৬ জন, বেলাবতে ৭৩৭ জন, মনোহরদীতে ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১০ জন, পলাশে ১ হাজার ৬৫৩ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় আটজন, বেলাবতে নয়জন, মনোহরদীতে ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত